আজকাল ওয়েবডেস্ক: শনিবার প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। কিন্তু টসের সময় সবাইকে চমকে দিলেন ঋষভ পন্থ। জানান, প্রথম একাদশে নেই মিচেল মার্শ। যা শুনে সকলের চক্ষু চড়কগাছ। কারণ চলতি আইপিএলে লখনউয়ের সবচেয়ে ছন্দে থাকা ব্যাটার মিচেল মার্শ। তবে কোনও চোট বা ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েনি দলের একনম্বর ব্যাটার। মার্শের মেয়ে অসুস্থ। সেই কারণেই গুজরাটের বিরুদ্ধে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেলেন দিল্লির ক্রিকেটার হিম্মত সিং। 

মার্শের জায়গায় গুরুত্বপূর্ণ ম্যাচে আনকোরা একজন নতুন ক্রিকেটারকে খেলানোর ঝুঁকি নিলেন ঋষভ পন্থ। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। প্রতিভাবান ব্যাটার। পাশাপাশি ডান হাতি অফ ব্রেক বোলার। দিল্লির হয়ে ব্যাটে-বলে সফল। এবার মেগা নিলামে ৩০ লক্ষতে তাঁকে নিয়েছে লখনউ। ৫৫টি টি-২০ ম্যাচে হিম্মত সিংয়ের রান ৯১৭। স্ট্রাইক রেট ১৩২.৫১। ওপেন করার পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাট করতে পারেন। গুজরাটকে হারাতে পারলে জয়ের হ্যাটট্রিক করবে লখনউ। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে একেবারে নতুন একজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে সাহসের পরিচয় দিয়েছেন পন্থ। তবে হিম্মত কতটা হিম্মত দেখাতে পারবে সেটাই দেখার। ওপেন করার সম্ভাবনা কম। মিডল অর্ডারে নামতে পারেন হিম্মত। সেক্ষেত্রে হয়তো নিকোলাস পুরানকে আইডেন মার্করামের সঙ্গে ওপেন করতে দেখা যাবে।