আজকাল ওয়েবডেস্ক: আচমকা একি হল বীরেন্দ্র শেহবাগের! আইপিএল ফাইনালের আগে সেন্টার স্টেজ দখল করে নিলেন বীরু। তবে ব্যাট হাতে নয়, কৌতুক দিয়ে। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারের সময় একজন বিজয়ীকে বেছে নিতে বলা হয়। দু'জনের একজনও এখনও আইপিএল জেতেনি। কী বললেন শেহবাগ? সটান বলেন, 'আমার মনে হয় আরসিবি জিতবে। আমি আগের ফর্মে ফিরে গিয়েছি। কারণ আমি যে দলকে সমর্থন করি, তাঁরা হেরে যায়। সেটা গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স হোক বা পাঞ্জাব কিংস বনাম আরসিবি। আমি যে দলকেই বেছে নিই, তাঁরাই হারে।'
এই কথা বলার সঙ্গে সঙ্গেই জানান, এবার রিভার্স টেকনিক অবলম্বন করছেন তিনি। বীরু বলেন, 'দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমি মুম্বইকে সমর্থন করেছিলাম, ওরা হেরেছে। তাই আমি বলছি আরসিবি জিতবে। দেখা যাক কী হয়।' তিনি মনে করছেন, সর্বসমক্ষে বেঙ্গালুরুকে সাপোর্ট করলে, হয়তো ভাগ্য ফিরবে পাঞ্জাবের। বিশ্বাস করতে পারেনি শোয়ের হোস্ট। আবার শেহবাগকে প্রশ্ন করে তিনি। দুষ্টু হাসিতে বীরু ফের বলেন, 'আর সি বি।' তবে যেই জিতুক না কেন, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল।
