আজকাল ওয়েবডেস্ক: বোর্ডের তুমুল সমালোচনায় বীরেন্দ্র শেহবাগ। আইপিএলে প্লেয়ারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে সরব ভারতের প্রাক্তনী। তাঁর দাবি, নিয়ম সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত। এই প্রসঙ্গে এমএস ধোনি এবং বিরাট কোহলির উদাহরণ টেনে আনেন। দিগভেশ সিং রাঠির শাস্তি প্রসঙ্গে এমন কথা বলেন বীরু। তিনি জানান, অতীতে এর থেকে অনেক বেশি আগ্রাসন দেখিয়েও পার পেয়ে যান এমএস ধোনি এবং বিরাট কোহলি। শেহবাগ মনে করেন, দুই তারকা ক্রিকেটারকে সমান শাস্তি দেওয়া হয়নি। 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় এক ম্যাচ নির্বাসিত করা হয় রাঠিকে। চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয়বার আইপিএলের কোড ভাঙেন লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, একাধিক ডিমেরিট পয়েন্টের জন্যই তাঁকে নির্বাসিত করা হয়েছে। শুধুমাত্র অভিষেকের সঙ্গে ঝামেলার কারণে নয়। বীরেন্দ্র শেহবাগ বলেন, 'আমার মনে হয়েছে নির্বাসন একটু কড়া সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আইপিএলে প্রথমবার খেলছে ছেলেটা। এমএস ধোনি মাঠে ঢুকে পড়েছিল। তখন ওকে নির্বাসিত করা হয়নি। বিরাট কোহলি আম্পায়ারদের বিরুদ্ধে একাধিকবার আগ্রাসন দেখিয়েছে, কিন্তু ওকেও নির্বাসিত করা হয়নি। তাই দিগভেশকেও ছাড় দেওয়া উচিত ছিল। কারণ ও তরুণ প্লেয়ার। তাই একটা ছাড় দেওয়াই যেত।' প্রথম নোটবুক সেলিব্রেশন থেকেই চর্চায় লখনউয়ের তরুণ স্পিনার। প্রসঙ্গত, ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আম্পায়ারের নো বলের সিদ্ধান্তে প্রতিবাদ করতে মাঠে ঢুকে পড়েন ধোনি। তখন তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয়। ১৮ বছরের আইপিএল কেরিয়ারে কোনওদিন নির্বাসনের মুখে পারেননি কোহলি। তবে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এক ম্যাচ বাইরে বসতে হয় রাঠিকে‌।