আজকাল ওয়েবডেস্ক: ফিল সল্টের শেষ ৪৮ ঘণ্টা এককথায় ম্যাজিকাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে শুধু সাহায্যই করেনি, প্রথমবার বাবাও হয়েছেন। তাই ক্লাউড নাইনে সল্ট। আইপিএল জয়ের পর সোশ্যাল মিডিয়ায় কেকেআরের প্রাক্তন তারকাকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি । ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানে ট্রফি ধরে আছে দু'জনেই। হাসিমুখে বেঙ্গালুরুর ড্রেসিংরুমে বসে আছেন বিরাট এবং সল্ট। ছবির নীচে ক্যাপশনে লেখেন, 'ভাল করেছো পার্টনার। এবার আসল জীবনে ফিরে যাও এবং ডাইপার বদলানোর জন্য তৈরি হও।' বিরাটের এই বার্তা মন জয় করে নেয় ফ্যানদের।
এক মরশুমেই ফ্যান ফেভারিট হয়ে গিয়েছেন সল্ট। ফাইনালে বড় রান পাননি। কিন্তু গ্রুপ পর্বের একাধিক ম্যাচে শুরুটা দাপটের সঙ্গে করেন। পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং। ফাইনালেও বাউন্ডারি লাইনে প্রিয়ানশ আর্যর দুরন্ত ক্যাচ নেন। সেখান থেকেই পাঞ্জাবের পতন শুরু। তবে সল্টের জীবনের সেরা মুহূর্ত আসে ম্যাচের কয়েক ঘণ্টা আগে। তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও নিজের দলের প্রতি দায়বদ্ধতা দেখান ইংলিশ তারকা। ব্যক্তিগত জীবনের কথা না ভেবে আইপিএলে আট দিনের বিরতির পর দলের সঙ্গে যোগ দেন। দল চ্যাম্পিয়ন না হলে হয়ত আফশোসের অন্ত থাকত না। কিন্তু বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ায় ষোলো কলা পূর্ণ হয়েছে।
