আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিংয়ের ধরন দেখে মাথায় হাত ফ্যান থেকে বিশেষজ্ঞদের। ১৯৯ রান তাড়া করতে নেমে ১৯ বলে মাত্র ১৪ রান করেন। ফর্মে থাকা অঙ্গকৃষ রঘুবংশীর বদলে কেকেআরের সহ অধিনায়ককে চারে নামানো হয়। ম্যাচ শেষে ভেঙ্কটেশকে তুলোধোনা করেন অ্যারন ফিঞ্চ। নাইটরা ৩৯ রানে হারার পর, তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। ফিঞ্চ বলেন, 'মানসিকতা এবং চেষ্টাই আসল। চেষ্টা না করলে ছয় বা চার মারা যায় না। তোমার চেষ্টা যদি লেগ সাইডে মেরে এক রান নেওয়া হয়, তাহলে আর কিছু বলার নেই। চেষ্টার অভাব ছিল।'
আইয়ারের সঙ্গে কেকেআরে খেলেছেন ফিঞ্চ। কিন্তু প্রাক্তন সতীর্থের সমালোচনা করতে দ্বিধা করলেন না। তাঁর সঙ্গে সহমত চেতেশ্বর পূজারা। ভেঙ্কটেশের ইনিংস দেখে অবাক প্রাক্তন ভারতীয় তারকা। পূজারা বলেন, 'টাইম আউট কখন ছিল আমি জানি না। আমার মনে হয়, কখনও ব্যাটারদের কাছে পরিস্থিতি চ্যালেঞ্জিং লাগে। তাই এক রানের ওপর জোর দেয়। কিন্তু টাইম আউটে কোচ এবং সাপোর্ট স্টাফরা এসে স্ট্র্যাটেজি ঠিক করে দেয়।' কিন্তু ফিঞ্চের মতো শুধুমাত্র আইয়ারকে দোষ দেননি পূজারা। কেকেআর ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পূজারা বলেন, 'আমি মেনে নিচ্ছি ভেঙ্কটেশ নিজের ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু পাশাপাশি দেখতে হবে ওকে কি বলা হয়েছিল রশিদ বল করার সময় এমন খেলতে? আমি জানি না কী বার্তা দেওয়া হয়েছিল।' এবার মেগা নিলামে ২৩.৭৫ কোটিতে আইয়ারকে কেনে কেকেআর। কিন্তু বিশাল অঙ্কের প্রতি সুবিচার করতে পারেনি। আট ম্যাচে তাঁর রান ১৩৫। গড় ২২.৫০।
