আজকাল ওয়েবডেস্ক: আনক্যাপড প্লেয়ার হিসেবে রেকর্ডবুকে নাম তুললেন প্রিয়াংশু আর্য। মাত্র ৩৯ বলে শতরান করলেন পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার। আইপিএলে এটাই তাঁর প্রথম শতরান। শেষপর্যন্ত ৪২ বলে ১০৩ রান করে আউট হন। ইনিংসে ছিল ৯টি ছয়, ৭টি চার। প্রথম থেকেই ঝড় তোলেন পাঞ্জাবের ওপেনার। প্রিয়াংশুর ব্যাটে ভর করে ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে পাঞ্জাব কিংস। প্রথম ওভারে পাঞ্জাবের ওপেনারের ক্যাচ ফেলেন খলিল আহমেদ। তার খেসারত দিতে হয়। মাত্র ১৯ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। পরের ২০ বলে আরও ৫০ রান যোগ করেন। ঐতিহাসিক শতরান। কোটিপতি লিগের ইতিহাসে এই নজির নেই।  

এদিন আরও একটি রেকর্ড হয়। আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ১৫০ টি ক্যাচ নিলেন এমএস ধোনি। কোটিপতি লিগে এই নজির অন্য কারোর নেই। এদিন টসে জিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং নেন শ্রেয়স আইয়ার।‌ নিজে রান পাননি। খলিলের বলে আউট হন। মার্কাস স্টোইনিসকেও ফেরান চেন্নাইয়ের পেসার। এক ওভারে জোড়া উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। পাঞ্জাবের মিডল অর্ডার পুরো ফ্লপ। পাঁচজন দুই অক্ষরের রান পায়নি। শেষদিকে ৩৬ বলে ৫২ রান যোগ করেন শশাঙ্ক সিং। গুরুত্বপূর্ণ ৩৪ রান যোগ করেন মার্কো জ্যানসেন। তাঁদের ভরসাতেই দুশো রানের গণ্ডি পেরোয় পাঞ্জাব।