আজকাল ওয়েবডেস্ক: নতুন নজির গড়লেন শুভমন গিল। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেকর্ডবুকে নাম তুললেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। আইপিএলের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এক ভেন্যুতে ১০০০ রান করলেন গিল। মাত্র ২০ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। তাঁর আগে আছেন ক্রিস গেইল। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মাত্র ১৯ ইনিংসে ১০০০ রানে পৌঁছেছিলেন 'দ্য ইউনিভার্স বস।' তালিকায় তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২২ ম্যাচে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন অজি তারকা। চার নম্বরে শন মার্শ। মোহালিতে ২৬ ইনিংস নেন তিনি।
ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট। শুরুটা দারুণ করেন শুভমন গিল এবং সাই সুদর্শন। পাওয়ার প্লেতে বিনা উইকেট হারিয়ে গুজরাটের রান ছিল ৬৬। এটাই চলতি আইপিএলে প্রথম বিনা উইকেটে প্রথম ইনিংস পাওয়ার প্লে। কিন্তু মাইলস্টোন ছোঁয়ার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। নবম ওভারে তাঁকে ফেরান হার্দিক পাণ্ডিয়া। ২৭ বলে ৩৮ রান করে আউট হন গিল। প্রথম উইকেটে ৭৮ রান যোগ করে গুজরাটের ওপেনাররা। আরও একটি ভাল ইনিংস উপহার দেন সাই। দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করেন। গুজরাটের ইনিংস টানেন তরুণ ওপেনার।
