আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে আইপিএলে অধিনায়ক হিসেবে হতাশজনক অভিষেক। শুরুতেই জোড়া হার রাজস্থান রয়্যালসের। বুধবার বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে জেতে নাইটরা। অসমের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইপিএলের দলকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস গড়েন পরাগ। রাজস্থান রয়্যালসের অধিনায়কদের এলিট তালিকায় প্রবেশ করেন। এই তালিকায় রয়েছেন, শেন ওয়ার্ন, শেন ওয়াটসন, রাহুল দ্রাবিড়, স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে এবং সঞ্জু স্যামসন। স্যামসন সম্পূর্ণ চোটমুক্ত না হওয়ায়, উইকেটকিপিং করতে পারছেন না। শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করছেন। সেই কারণেই প্রথম তিন ম্যাচে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় পরাগকে।
রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড গড়ে ফেললেন তরুণ নেতা। এই প্রথম শুরুর দুটো ম্যাচ হারল রাজস্থান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ ৪৪ রানে হারে। তাঁদের বিরুদ্ধে ২৮৬ রান ওঠে। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। দ্বিতীয় ম্যাচে কেকেআরের কাছে হার। এর আগে রাহুল দ্রাবিড় এবং স্টিভ স্মিথ শুরুতে জোড়া ম্যাচ জিতেছিলেন। শেন ওয়ার্ন, শেন ওয়াটসন, অজিঙ্ক রাহানে এবং সঞ্জু স্যামসন একটি জেতেন এবং একটি হারেন। কিন্তু রিয়ান পরাগের কপালে দুটোই হার জুটল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও অধিনায়ক হিসেবে পরাগকেই দেখা যাবে। পাঞ্জাব কিংস ম্যাচ থেকে নেতা হিসেবে ফিরবেন স্যামসন। রাজস্থানের অধিনায়ক হিসেবে শেন ওয়াটসনের পাশাপাশি সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড সঞ্জুর। দু'জনেই ৩১টি ম্যাচ জেতেন। শেন ওয়ার্নের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ২০২২ সালে রাজস্থান রয়্যালসকে আইপিএলের ফাইনালে তোলেন স্যামসন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান তারকার হাত ধরে একমাত্র আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস।
