আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ভিগনেশ পুথুর। তাঁর জায়গায় লেগ স্পিনার রঘু শর্মাকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নথিভুক্ত প্লেয়ার পুল লিস্ট থেকে ৩০ লক্ষতে তাঁকে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বইয়ের হয়ে আইপিএলে অভিষেক হতে চলেছে রঘুর। পাঞ্জাবের জলন্ধরে জন্ম ৩২ বছরের লেগ স্পিনারের। ঘরোয়া ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের পাশাপাশি পুদুচেরির হয়েও খেলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে যথেষ্ট নজর কাড়া পারফরম্যান্স। ১১ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৭ উইকেট। গড় ১৯.৫৯। ৫৬ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং। লিস্ট এ ক্রিকেটেও সফল শর্মা। ৯ ম্যাচে ১৪ উইকেট নেন। সেরা বোলিং ৩৭ রানে ৪ উইকেট। টি-২০ ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই। মাত্র তিনটে ম্যাচ খেলেছেন। নিয়েছেন তিন উইকেট। এবার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেওয়ার জন্য তৈরি। 

আইপিএলের গুরুত্বপূর্ণ সময় মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন রঘু। এবার শুরুতেই চমক দিয়েছিলেন ভিগনেশ। কিন্তু চোট পেয়ে বাকি আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পেলেন রঘু। এটাই তাঁর প্রথম আইপিএল। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে রয়েছে মুম্বই। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবেন রোহিতরা।