আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টস দলের সঙ্গে যোগ দিলেন মায়াঙ্ক আগরওয়াল। মঙ্গলবার রাতে পন্থদের শিবিরে যোগ দিয়েছেন উঠতি স্পিডস্টার। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ লখনউয়ের। তবে তার আগে ফিটনেস টেস্ট হবে মায়াঙ্কের। ২০২৪ অক্টোবরে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন তরুণ পেসার। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে খেলেন। তারপর থেকে পিঠের চোটের জন্য মাঠের বাইরে মায়াঙ্ক।‌ তারপর পায়ের পাতায় চোট পান। বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে থাকাকালীনই এই চোট পান। যার ফলে তাঁর প্রত্যাবর্তন পিছিয়ে যায়। 

বোর্ডের মেডিক্যাল দলের থেকে ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছেন। তবে সেটাই মাঠে নামার জন্য যথেষ্ট নয়। লখনউয়ের হেড ফিজিও আশিস কৌশিক তাঁকে পর্যবেক্ষণ করবেন। মায়াঙ্ক সাধারণত চোটপ্রবণ। গত দু'বছরে পাঁচবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না লখনউ ম্যানেজমেন্ট। আগের বছর আইপিএলে সাড়া জাগিয়ে শুরু করলেও মাত্র চারটে ম্যাচ খেলেন। বাকি মরশুম থেকে ছিটকে যান। আইপিএল শুরুর আগে থেকেই চোটের কবলে এলএসজি। দেরীতে যোগ দেন আবেশ খান এবং আকাশ দীপ। তাই শার্দূল ঠাকুরকে নেওয়া হয়। মায়াঙ্কের প্রত্যাবর্তনে লখনউয়ের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে।