আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে সবকিছু ঠিকঠাক করছেন। কিন্তু ব্যাট হাতে এখনও রানের খোঁজে। চলতি আইপিএলে এখনও ছন্দ খুঁজে পাননি ঋষভ পন্থ। ১০ ম্যাচে মাত্র ১১০ রান। এখনও পর্যন্ত ছ'টি এক অক্ষরে রান। একমাত্র সফল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৬৩ রান করেছিলেন পন্থ। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৪ রান করেন। বিপক্ষের পার্ট টাইম বোলার উইল জ্যাকসকে রিভার্স সুইপ মারতে গিয়ে নিজের উইকেট খোয়ান। জাহির খান‌ মনে করছেন, অধিনায়ক হিসেবে সফল পন্থ। আশা করছেন, ব্যাড প্যাচ কাটিয়ে দ্রুত ছন্দে ফিরবেন। এবার ২৭ কোটি দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার। বিশাল অঙ্কের চাপেই কি শেষ হয়ে যাচ্ছেন পন্থ? এমন মনে করছেন না লখনউয়ের মেন্টর। জাহির বলেন, 'আমি তেমন মনে করি না। ও অধিনায়ক হিসেবে দারুণ করছে। সেটা আমি বলতে পারি। দলে প্রত্যেক প্লেয়ারের কথা ভাবে। তাঁদের কথা শোনে। প্ল্যানিংও ঠিক করছে। নেতা হিসেবে সবকিছুই ভাল। কিন্তু ব্যাটার হিসেবে সাফল্য পাচ্ছে না। তবে আমরা ওর থেকে যা চাইছি, সেটা শীঘ্রই আসবে। শুধু সময়ের অপেক্ষা। আমি মনে করি না ও অঙ্কের চাপে আছে। ও সম্পূর্ণ আলাদা একজন মানুষ। যা হওয়ার হয়ে গিয়েছে। ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এটাই করে যেতে হবে।'

পন্থ রান না পেলেও, দল হিসেবে সফল লখনউ। তবে আইপিএলের পরবর্তী পর্যায় যে দলের নেতাকে প্রয়োজন হবে, সেটা জানিয়ে দিলেন জাহির। পন্থের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী। জাহির বলেন, 'দল হিসেবে কথা বলার সময়, আমরা টুর্নামেন্ট জয়ের কথাই ভাবি। ঋষভ এমন একজন নেতা যে এই দলকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কখনও কেউ ফর্মে থাকবে, কেউ থাকবে না। এইভাবেই চলবে। লিগ পর্বের শেষদিকে চাপ বাড়বে। একটা ইনিংসের অপেক্ষা। ওটাই যথেষ্ঠ ওর মতো ক্রিকেটারের জন্য।' পরের ম্যাচের আগে একসপ্তাহের বিরতি রয়েছে। ৪ মে ধর্মশালায় পাঞ্জাব কিংসের সঙ্গে পরের ম্যাচ লখনউয়ের।