আজকাল ওয়েবডেস্ক: ইডেনে শাহরুখ-শো হিট। উদ্বোধনী অনুষ্ঠানও হিট।

শাহরুখ নাচলেন, কিং খানের সিনেমার ছবির গানে পা মেলালেন বিরাট কোহলি পর্যন্ত। হ্যাঁ, মাঠে নামার আগে কোহলিকে পর্যন্ত নাচিয়ে ছাড়লেন শাহরুখ। 'ঝুমে যো পাঠান'-এর তালে তাল মেলালেন কোহলি। কিং খানের আবেদন অস্বীকার করবেন কে! নাচলেন কেকেআরের তারকা রিঙ্কু সিংও। শাহরুখ জিজ্ঞাসা করলেন, ''কেমন আছো কলকাতা?'' ভরা ইডেন গর্জন তুলে জানিয়ে দিল, ভাল আছে শহর কলকাতা। 

?ref_src=twsrc%5Etfw">March 22, 2025

শাহরুখের হাত ধরেই বোধন হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। বলিউড বাদশা যে উদ্বোধনী মঞ্চে সঞ্চালনা করবেন, তা জানাই ছিল। শাহরুখ এলেন, দেখলেন আর জয় করে নিলেন। তিনি বললেন, ''পার্টি পাঠান কে ঘর রাখোগে তো পাঠান তো মেহমান নওয়াজি কে লিয়ে তো আনা পড়েগা।''

 

জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের সময় শাহরুখকে চোখ বন্ধ করে জন গণ মন গাইতে দেখা যায়। কিং খানকে দেখে শ্রদ্ধায় অবনত হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। জাতীয় সঙ্গীতের সময়ে কালো চশমা খুলে ফেলেন শাহরুখ। অথচ সঞ্চালনা করছিলেন কালো চশমা পরেই। শাহরুখকে দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লেখেন, ''যদি মনে করেন শাহরুখ খান কেবল এখজন অভিনেতা, তাহলে আপনি ভুল করছেন। শাহরুখ মহান একজন মানুষ। সেই সঙ্গে তাঁকে সবাই শ্রদ্ধা করেন।'' 

আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ''শাহরুখ হৃদয় ছুঁয়ে গেলেন। দেশভক্তি, দেশের প্রতি তাঁর ভালবাসা উজ্জ্বল হয়ে রইল। ওঁর ভক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করি।'' 

?ref_src=twsrc%5Etfw">March 22, 2025