আজকাল ওয়েবডেস্ক: ইংরেজি নিয়ে প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয় মহম্মদ রিজওয়ানকে। এবার সমালোচকদের মুখের ওপর যোগ্য জবাব দিলেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক। পাক তারকার দাবি, নিজের এই কমজোরী নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন। সরাসরি জানিয়ে দিলেন, তাঁর কাজ ক্রিকেট খেলা, ইংরেজি বলা নয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পাক অধিনায়কের ইংরেজি নিয়ে মশকরা করা হয়। প্রি বা প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনের ভিডিও ক্লিপিংস নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়ে যায়। তারপরই শুরু হয় ইংরেজি নিয়ে ট্রোল। এবার সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে মুখ খোলেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক।
রিজওয়ান বলেন, 'আমি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের তোয়াক্কা করি না। আমি একটি বিষয়ে গর্ববোধ করি। আমি যা বলি, হৃদয় থেকে বলি। আমি ইংরেজি জানি না। আমার একমাত্র আফশোস, আমি বেশিদূর লেখাপড়া করার সুযোগ পাইনি। তবে পাকিস্তানের অধিনায়ক হওয়া সত্ত্বেও আমি ইংরেজি বলতে পারি না বলে এক শতাংশও লজ্জিত নই। আমার কাছে চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়। তবে পড়াশোনা শেষ না করার আফশোস রয়েছে। যার ফলে আমি ইংরেজি বলতে নাস্তানাবুদ হই। পাকিস্তান আমার থেকে ইংরেজি চায় না। সেরকম হলে, আমি ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যাবো।' একসময় এশিয়ার পাওয়ার হাউজ বলা হত তাঁদের। বর্তমানে পাকিস্তান দল তার ছায়া। আবারও নিজেদের ব্যর্থতা স্বীকার করেন নেন রিজওয়ান। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে ছিটকে যায় পাকিস্তান। যার ফলে তুমুল সমালোচনার মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেট।
