আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে বোলিং দিয়ে নজর কেড়েছেন দিগভেশ রাঠি। গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের স্পিনার। আইপিএলের মেগা নিলামে মাত্র ৩০ লক্ষ দিয়ে তাঁকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। কিন্তু তাঁকে কিনতে যত না টাকা ব্যয় করতে হয়েছে লখনউকে, তার থেকে বেশি খরচ হয়েছে রাঠির সেলিব্রেশনের শাস্তির অঙ্ক দিতে। পাঞ্জাব ম্যাচে প্রিয়াংশু আর্যকে আউট করার পর নোটবুক সেলিব্রেশন করে বোর্ডের শাস্তির কবলে পড়েন। কিন্তু নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল মনে করেন, লখনউয়ের স্পিনারকে শাস্তি দেওয়া উচিত হয়নি।
নিউজিল্যান্ডের প্রাক্তন তারকার দাবি, অতীতে ভারতের সিনিয়র প্লেয়ারদের আরও উগ্র সেলিব্রেশনের সাক্ষী থেকেছেন তিনি। কিন্তু তারকা প্লেয়ারদের কীর্তিকলাপ ধর্তব্যের মধ্যে ধরা হয়নি। কোনওরকম শাস্তির কবলেও পড়তে হয়নি। কিন্তু রাঠিকে দু'বার জরিমানা করা হয়েছে। ডুল বলেন, 'দলকে জরিমানা দিতে হচ্ছে। আমার এগুলো পছন্দ নয়। আমার সেলিব্রেশন দেখতে ভাল লাগে। আমার মনে হয় না ও কোনও ভুল করেছে। আমি সিনিয়র ভারতীয় প্লেয়ারদের মুখের ওপর আরও খারাপ জিনিস করতে দেখেছি। কিন্তু তাঁদের কোনও জরিমানা করা হয়নি। একজন তরুণকে কাঠগড়ায় তোলা হচ্ছে। ও শুধুমাত্র নিজের নোটবুকে নোট নেয়। এতে ভুল কিছু নেই।' প্রিয়াংশু আর্যকে আউট করার পর প্রথম এই সেলিব্রেশন করেন রাঠি। তারপর জানা যায়, দু'জন ভাল বন্ধু। এটা দুই বন্ধুর মধ্যে মজা ছিল। তাসত্ত্বেও ছাড় পায়নি লখনউয়ের স্পিনার। তাঁকে জরিমানা করা হয়। তবে শাস্তি পেলেও পুরোপুরি থেমে যাননি। কেকেআরের বিরুদ্ধে প্লেয়ারের মুখের সামনে না করে ঘাসের মধ্যে সিগনেচার সেলিব্রেশন করেন লখনউয়ের তরুণ স্পিনার।
