আজকাল ওয়েবডেস্ক: কেকেআরকে দুরমুশ করে আইপিএলের প্রথম জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪ উইকেট নিয়ে নাইটদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন অশ্বিনী কুমার। ব্যাট হাতে দাপট দেখান রায়ান রিকেলটন। ৮ উইকেটে বড় জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আবার ব্যর্থ রোহিত শর্মা। প্রাক্তন অধিনায়কের পারফরম্যান্সে হতাশ ফ্যানরা। ১২ বলে ১৩ রান করে আউট হন। এবার হিটম্যানকে সরাসরি আক্রমণ মাইকেল ভনের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, রোহিতের জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে দল থেকে বাদ পড়ে যেত। মুম্বইয়ের অধিনায়ক নন রোহিত। ফলে একজন ব্যাটার হিসেবেই তাঁর পারফরম্যান্স যাচাই করা হবে। তাঁকে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে শুরু করেছে মুম্বই। অর্থাৎ, বল করার সময় তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর কথা ভাবছে না ফ্র্যাঞ্চাইজি। ভন‌ বলেন, 'রোহিতের মুম্বইয়ে থাকা নিয়ে আমি একটু অবাক। আমার মনে হয়, ও যদি ভারতের অধিনায়ক থাকতে পারে, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের নয় কেন? আমি এই বিষয়টা বুঝি না। ও ভারতের সফল অধিনায়ক। ও দারুণ করেছে। সাদা বলে শেষ কয়েক বছরের সাফল্য উপেক্ষা করা যাবে না। ও এখনও ভারতের অধিনায়ক থাকলে, ফ্র্যাঞ্চাইজির কেন নয়? ও পুরো মরশুম খেলবে।' 

চলতি আইপিএলের তিন ইনিংসে রোহিতের রান ০, ৮ এবং ১৩। ভন মনে করেন, দলের অধিনায়ক থাকলে গোটা চিত্রটা ভিন্ন হত। কারণ একজন নেতা হিসেবে ম্যানেজমেন্টের গুরুত্ব পেতেন। তবে বর্তমানে শুধু একজন ব্যাটার হিসেবে জায়গা ধরে রাখা খুবই কঠিন। এই প্রসঙ্গে ভন বলেন, 'মনে রাখতে হবে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে রোহিতের মূল্যায়ন করা হচ্ছে। কারণ ও আর দলের অধিনায়ক নয়। তোমার নাম রোহিত শর্মা না হলে, এই পারফরম্যান্সের পর নিঃসন্দেহে দলে জায়গা হারিয়ে ফেলতে। এই পরিসংখ্যান রোহিতের জন্য মোটেই ভাল না।' ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, বর্তমান পরিস্থিতি নিয়ে রোহিতের সঙ্গে কথা বলা উচিত মুম্বইয়ের ম্যানেজমেন্টের। এখনই প্রাক্তন অধিনায়ককে বাদ দেওয়ার কথা বলছেন না ভন। তবে সতর্ক করার কথা বলেন। মুম্বইয়ের পারফরমেন্সে উল্লেখযোগ্য অবদান রাখা উচিত সিনিয়র প্লেয়ারদের। তবেই জুনিয়ররা চাপমুক্ত হয়ে খেলতে পারবে।