আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছর পর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে চেন্নাই। ১৯৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মোমেন্টাম পায়নি ধোনিরা। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ করে সিএসকে। নয় নম্বরে নেমে ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন প্রাক্তন অধিনায়ক। এবার এই নিয়েই প্রশ্ন তোলেন ক্রিকেট পণ্ডিতরা। ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি আগে নামলে পার্থক্য গড়ে দিতে পারতেন। সবাইকে অবাক করে নয়ে ব্যাট করতে নামেন ধোনি। যা নিয়ে তুমুল সমালোচনা চলছে। ধোনির এত দেরিতে নামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রবিন উথাপ্পা, ইরফান পাঠানরা। চেন্নাইয়ের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মনে করেন, দলের প্রতিষ্ঠিত ফিনিশারকে দেরীতে নামিয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে চেন্নাই।
উথাপ্পা বলেন, 'আরসিবির জন্য গুরুত্বপূর্ণ জয়। চিপকে চেন্নাইয়ের পয়া মাঠে এই জয় আত্মবিশ্বাস অনেক বাড়াবে। ধোনির নয় নম্বরে নামা যুক্তিহীন। ও আগে নামলে চেন্নাইয়ের রান রেটে কিছুটা উন্নতি হত।' নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রাক্তন তারকা। তাঁর সঙ্গে একমত ইরফান পাঠান। ধোনির এত নীচের দিকে ব্যাট করা মেনে নিতে পারেননি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তিনি মনে করেন, ম্যাচ ঘোরানোর একটা সুযোগ হাতছাড়া করেছে সিএসকে। পাঠান বলেন, 'ধোনির ন'নম্বরে ব্যাট করা আমি কখনও মেনে নিতে পারব না। দলের জন্য আদর্শ নয়।' আইপিএলের প্রথম দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী দলকে হারিয়ে শুরুটা দারুণ করেছে বেঙ্গালুরু। তরুণ অধিনায়কের নেতৃত্বে প্রথম আইপিএল জয়ের উদ্দেশে শুরুটা ভাল করে আরসিবি।
