আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে নয়ে ব্যাট করেন এমএস ধোনি। তারপর থেকেই তোলপাড় ক্রিকেটমহল। প্রাক্তন অধিনায়কের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেট পণ্ডিতরা। সমালোচনাও শুরু হয়। তারপর রাজস্থানের বিরুদ্ধে সাত নম্বরে নামেন ধোনি। এবার চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়কের ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামার কারণ খোলসা করলেন স্টিফেন ফ্লেমিং। রাজস্থান ম্যাচের পর চেন্নাইয়ের কোচ জানান, ধোনির হাঁটুর সমস্যার জন্যই নীচের দিকে নামছেন। ম্যাচের পর ফ্লেমিং বলেন, 'এই সিদ্ধান্ত শুধুমাত্র ধোনির। ওর শরীর, হাঁটু আগের মতো অবস্থায় নেই। ও ঠিকঠাকভাবে ঘোরাফেরা করতে পারে। তবে তারমধ্যেও হাঁটুর কিছু সমস্যা আছে। ও দশ ওভার ব্যাট করার মতো জায়গায় নেই। যেদিন সেটা পারবে, আগে নামার সিদ্ধান্ত নেবে। এদিনের মতো ম্যাচে ভারসাম্য থাকলে, ও একটু আগে নামবে। অন্য সময় বাকিদের সুযোগ থাকলে, ও তাঁদের সাপোর্ট করে। ও সেই ভারসাম্য বজায় রেখে চলতে চাইছে।'
চেন্নাইয়ের কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী টিম ম্যানেজমেন্ট ধোনিকে ১৩-১৪ ওভারে চায়। এই প্রসঙ্গে ফ্লেমিং বলেন, 'আমি আগের বছরও বলেছিলাম, ও আমাদের জন্য খুব মূল্যবান। নেতৃত্ব দেওয়া থেকে উইকেটকিপিং। আমরা চেয়েছিলাম ও নয়, দশ ওভারে নামুক। কিন্তু ও সেটা করেনি। তবে ১৩-১৪ ওভার থেকে ও নামার জন্য তৈরি। সবটাই অবশ্য পরিস্থিতির ওপর নির্ভর করছে। চেন্নাইয়ের কোচ স্পষ্ট বুঝিয়ে দিলেন, ব্যাটার ধোনির থেকেও লিডার এবং উইকেটকিপার ধোনি এই বছর দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
