আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ মহেন্দ্র সিং ধোনির। চার ম্যাচ বাকি থাকতেই কোটিপতি লিগ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। হারের হ্যাটট্রিকে চার পয়েন্টেই আটকে থাকল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচের মধ্যে ৮ হার। আইপিএলের ইতিহাসে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স চেন্নাইয়ের। বাকি চার ম্যাচ জিতলেও কোনও সম্ভাবনা নেই। কারণ ইতিমধ্যেই ১৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১২। তাঁদেরও চারটে ম্যাচ বাকি। প্লে অফের দৌড়ে টিকে থাকতে এদিন জিততেই হত। কিন্তু ডু অর ডাই ম্যাচ হেরে প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই। নাটকীয় শেষ ওভারে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পাঞ্জাব কিংসের। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। ৩ ওভারে ৩২ রানে ৪ উইকেট নেন। জবাবে ১৯.৪ ওভারে জয়ে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। অনবদ্য শ্রেয়স আইয়ার। রান তাড়া করতে নেমে ৪১ বলে ৭২ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ৪টি ছয়, ৫টি চার।
টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। শুরুতেই ৩ উইকেট হারায় চেন্নাই। কিন্তু ঘরের মাঠে দলকে লড়াইয়ে ফেরান স্যাম করণ। ৪৭ বলে ৮৮ রান করেন। ইনিংসে ছিল ৪টি ছয়, ৯টি চার। তাঁকে কিছুটা সঙ্গত দেয় ডেওয়াল্ড ব্রেভিস। ৩২ করেন তিনি। দু'জনের ব্যাটে ভর করে দুশো রানের দিকে এগোয় চেন্নাই। কিন্তু ১৯তম ওভারে হ্যাটট্রিক সহ চার উইকেট তুলে নিয়ে চেন্নাইকে ১৯০ রানে আটকে রাখেন চাহাল। রান তাড়া করতে নেমে এদিন বিশেষ সুবিধা করতে পারেননি প্রিয়ংশ আর্য। কিন্তু ইডেনের পর আবার সফল প্রভসিমরন সিং। আরও একটি অর্ধশতরান পান। ৩৬ বলে ৫৪ রান করেন। কিন্তু দলকে জয়ে পৌঁছে দেওয়ার প্রধান কান্ডারী শ্রেয়স। ক্যাপ্টেনের ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে ৭২ রান যোগ করে এই জুটি। তাতেই ম্যাচ অর্ধেক পকেটে চলে আসে। পাঁচে নেমে ১২ বলে ২৩ রানের ক্যামিও শশাঙ্ক সিংয়ের। শেষ ওভারে নাটক অপেক্ষা করলেও শেষপর্যন্ত ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।
