আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার আইপিএলের আরও একটি হাই-ভোল্টেজ ম্যাচ। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে বিপক্ষ দলে বিরাট কোহলি থাকলে যেকোনও ম্যাচের গুরুত্ব যে দ্বিগুণ বেড়ে যায়, সেটা জানাতে দ্বিধা করলেন না ঋতুরাজ গায়কোয়াড়। এবার আরসিবির দায়িত্বে তরুণ রজত পতিদার। তাঁর বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন চেন্নাই অধিনায়ক। ঋতুরাজ বলেন, 'আরসিবির বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে নতুন অধিনায়ক রজত পতিদারের বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে ওর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আমি ওকে মেসেজ করে অভিনন্দন জানাই। আমাদের বন্ধুত্ব অনেক বছরের। আমরা একে অপরকে জানি। এছাড়াও আরসিবি বরাবরই শক্তিশালী দল।'

কেকেআরের বিরুদ্ধে ছন্দে ছিলেন বিরাট কোহলি। আইপিএলের শুরুটা ভাল হয়েছে তারকা ক্রিকেটারের। কোহলির বিরুদ্ধে খেলা যে সবসময় চ্যালেঞ্জিং, সেটা মেনে নিলেন। গায়কোয়াড় বলেন, 'প্রত্যেক বছরই আরসিবি ভাল খেলে। বিরাট কোহলি বিপক্ষে থাকলে, সেই ম্যাচের আকর্ষণ এবং চ্যালেঞ্জ আরও বেড়ে যায়। দীর্ঘ বছর ধরে ও এটা করে আসছে। আরসিবি এবং দেশের হয়ে একটানা ভাল খেলছে। তাই ম্যাচটা ভাল হবে। মুম্বই ইন্ডিয়ান্সের পর আমরা সবসময় এই ম্যাচের অপেক্ষায় থাকি।' চিপকে আধিপত্য বিস্তার করে চেন্নাই। বিপক্ষের ডেরায় রেকর্ড ভাল না বেঙ্গালুরুর। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের মাঠে মাত্র একবার জিতেছেন কোহলিরা। সেটা প্রথম আইপিএলে। ২০০৮ সালের পর আর জিততে পারেনি। টার্নিং উইকেটে আরসিবিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের এবং নূর আহমেদ। যা চেন্নাইয়ের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করেছে। সদ্য মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সফল হয়েছে স্পিন ত্রয়ী। শুক্রবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিরাট কোহলি। চিপকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বেঙ্গালুরু।