আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গুজরাট আইপিএলের প্লে অফ থেকে বিদায় নেওয়ার পর আবেগের বন্যায় ভেসে যায় মুল্লানপুরের মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মাঠে প্লেয়াররা নিজেদের ধরে রাখলেও, গ্যালারি কান্নায় ভেসে যায়। আবেগ চেপে রাখতে পারেনি গুজরাটের প্লেয়ার এবং কোচদের পরিবারের সদস্যরা। বিশেষ উল্লেখ করতে হবে হেড কোচ আশিস নেহরার ছেলে এবং অধিনায়ক শুভমন গিলের বোন শহনিলের। ম্যাচ শেষে দু'জনেই কেঁদে ফেলে। গিলের বোনকে চোখের জল মুছতে দেখা যায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে নেহরার ছেলে। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় আরও একজন তরুণকে। কিন্তু তাতেও তাঁকে থামানো যায়নি। মাঠের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ক্রমাগত কেঁদে যায়। অনেকেই গুজরাট থেকে মুল্লানপুরে খেলা দেখতে গিয়েছিল। তাঁদের হতাশ হয়েই ফিরতে হয়।
হারের পর খারাপ ফিল্ডিংয়ের উল্লেখ করেন গিল। জানান, চারটে ক্যাচ ফেললে ম্যাচ জেতা যায় না। একইসঙ্গে জানান, মুম্বইকে ২১০ রানের মধ্যে বেঁধে রাখতে চেয়েছিলেন। তাহলে ম্যাচ আয়ত্তের মধ্যে থাকত। গিল বলেন, 'আমরা জেতার সুযোগ পেয়েছিলাম। কিন্তু শেষ তিন, চার ওভার আমাদের পক্ষে ছিল না। এত ক্যাচ ফেললে কিছু করার থাকে না।' একটা সময় লিগ শীর্ষে ছিল গুজরাট। গ্রুপের শেষ দুটো ম্যাচের মধ্যে একটা জিতলেই প্রথম দুইয়ে থাকতে পারতেন গিলরা। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ থাকত। কিন্তু হারের হ্যাটট্রিকে আইপিএল থেকে ছিটকে গেল গুজরাট।
