আজকাল ওয়েবডেস্ক: ৪৩ বছর বয়সী অধিকাংশ ক্রিকেটার এখন 'প্রাক্তন' এর তালিকায়। তাঁরা হয় কমেন্ট্রি বক্সে, নয়তো অবসর জীবন যাপন করছেন। কিন্তু বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ এ ৪০০ তে পা। শুক্রবার চিপকে নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন ধোনি। এই ক্লাবের প্রথম তিন সদস্য রোহিত শর্মা (৪৫৬), দীনেশ কার্তিক (৪১২) এবং বিরাট কোহলি (৪০৭)। কিন্তু মাইলস্টোন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ৬ রান করেন। ১০ বল ক্রিজে টিকেছিলেন। এখন আর সেই আগের মতো ফিনিশার নেই। কিন্তু উইকেটের পেছনে গ্লাভস হাতে এখনও সম্মান আদায় করে নেন মাহি। এখনও তাঁর রিফ্লেক্স রেজারের মতো তীক্ষ্ণ। চাপের মুহূর্তে তাঁর ট্যাকটিক্স এখনও সেরা।
ভারতের চতুর্থ এবং বিশ্বের ২৪তম প্লেয়ার হিসেবে এই নজির গড়েন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৩৯৯ ম্যাচের মধ্যে ভারত ছাড়াও চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্ট এবং ঝাড়খণ্ডের ঘরোয়া দলের হয়ে খেলেন ধোনি। মোট রান ৭৫৬৬। গড় ৩৮.০২। রয়েছে ২৮টি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ৮৪। উইকেটের পেছনে তাঁর শিকার ৩১৮। ধোনির নেতৃত্বে ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। তাঁর ঝুলিতে পাঁচটি আইপিএল রয়েছে। এছাড়াও চেন্নাইয়ের হয়ে রয়েছে দুটো চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ খেতাব। বিশ্বে সবচেয়ে বেশি টি-২০ খেলেছেন কাইরন পোলার্ড। তাঁর ম্যাচ সংখ্যা ৬৯৫। দ্বিতীয় স্থানে ডোয়েন ব্রাভো। তিনি ৫৮২টি ম্যাচ খেলেছেন। তিন নম্বরে শোয়েব মালিক। তাঁর ম্যাচ সংখ্যা ৫৫৭। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে ছয় নম্বরে ধোনি।
