আজকাল ওয়েবডেস্ক: তাহলে কী শেষের সেই দিন শুরু হয়ে গেল। যে খবর সামনে এসেছে তা থেকে এই তথ্যই অনুমান করা হচ্ছে। চিন সম্প্রতি এমন একটি রোবট আবিষ্কার করেছে যে নিজের ব্যাটারি নিজেই পরিবর্তন করতে পারে। তার কাছে একটি এমন প্রোগ্রাম সেট করা রয়েছে যে সেখান থেকে আগে থেকেই সে বুঝতে পারে কখন তাকে নিজের ব্যাটারি পরিবর্তন করতে হবে।
এরপরই আর অপেক্ষা না করে সে নিজের ব্যাটারি নিজেই পরিবর্তন করতে পারবে। এই মানব রোবটের নাম দেওয়া হয়েছে ওয়াকার এস টু। এটি চিনের একটি রোবট প্রতিষ্ঠান তৈরি করেছে।
এই রোবটের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। প্রায় একটি মানুষের মতো। ওজন রয়েছে ৯৫ পাউন্ড অর্থাৎ প্রায় ৪৩ কিলোগ্রাম। এর দেহে ২০ টি জয়েন্ট রয়েছে। সেগুলি প্রায় সবদিকে চলাচল করতে পারে। এরফলে তার দেহটি যেকোনও দিকে মুড়ে যেতে পারে। এর কাছে রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ। ফলে যেকোনও অফিসে গিয়ে সেখানে নিজের মতো করে এগুলি কানেক্ট করে নিতে পারে।
এই রোবটটি ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে চলে। এর রয়েছে দুটি ব্যাটারি। এরফলে এটি টানা ২ ঘন্টা ধরে হাটতে পারে বা ৪ ঘন্টা ধরে দাড়িয়ে থাকতে পারে। এর ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৯০ মিনিট। এটিকে কারখানাতে কাজ করানো হবে বলে তৈরি করা হয়েছে। তবে অবাক করা গল্প হল এটি নিজে থেকে বুঝতে পারে কখন তার ব্যাটারি শেষের দিকে। ফলে সেখান থেকে নিজেই নিজের ব্যাটারি পরিবর্তন করে নিতে পারে। সেজন্য একে একটি আলাদা প্রোগ্রামিং করা রয়েছে।

যারা এই রোবট তৈরি করেছে তারা একে চিনের কারখানার কাজে লাগাবে বলে স্থির করেছে। তবে এর যা হাল দেখেছে সকলে তাতে একে দিয়ে এর বাইরে হয়তো অন্য কাজ করানো হবে বলেও মনে করা হচ্ছে।
চিনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউনিট্রি ২০২৬ সালের মধ্যে এমন মানবাকৃতির রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে; যাদের বুঝতে পারার ক্ষমতা এবং কাজ করার সক্ষমতা হবে উচ্চতর।
তিন থেকে পাঁচ বছরের মধ্যে সারা বিশ্বে এআইচালিত রোবটের ভাল বাণিজ্যিক চাহিদা দেখা যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, বর্তমানে সেই বাণিজ্যিক চাহিদা পূরণের প্রস্তুতি নিচ্ছে ইউনিট্রি।
আরও পড়ুন: এই মিউচুয়াল ফান্ড যেন সোনার খনি, বিনিয়োগ করলেই পেতে পারেন ১১ কোটি
বর্তমানে চিনে উৎসব চলছে। এই উপলক্ষে চিনের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো স্প্রিং ফেস্টিভাল গালায় মানুষের সঙ্গে রোবটের নাচের একটি আয়োজন করে ইউনিট্রি। সেখানে চিনা লোকনৃত্য ইয়াংগে পরিবেশন করে মানুষ ও রোবট। মর্নিং পোস্ট জানায়, চিনজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পরিবেশনা।
ইউনিট্রি এক বিবৃতিতে বলে, 'এই পরিবেশনা ইতিহাসের প্রথম সম্পূর্ণ এআইচালিত এবং স্বয়ংক্রিয় ক্লাস্টার মানবাকৃতির রোবটদের পারফরম্যান্স।' শুরুতে চতুষ্পদী রোবট কুকুর তৈরি করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা ইউনিট্রি সম্প্রতি এআইচালিত মানবাকৃতির রোবট তৈরিতে ব্যাপক অগ্রগতি করেছে। এই খাতে চিনা ও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই প্রতিযোগিতা চলছে তাদের। ইউনিট্রির বিপণন পরিচালক হুয়াং জিয়াওয়েই মর্নিং পোস্টকে বলেন, 'মানবাকৃতির রোবটের মূল বিষয় হচ্ছে 'মস্তিষ্ক', অর্থাৎ (কৃত্রিম) বুদ্ধিমত্তা।'
