আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১,৬০০ মার্কিন ডলারের ঘাটতি মেটাতে মালয়েশিয়ার এক নারী গাড়ি বিক্রেতাকে প্রস্তাব দিলেন যৌন সম্পর্কের—এই বিস্ময়কর ঘটনার জেরে দেশজুড়ে আলোড়ন ছড়িয়েছে।

‘Mfa Bob’ নামে পরিচিত এক ব্যবহৃত গাড়ির বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি ৪,১০০ মার্কিন ডলারে (১৮,০০০ রিঙ্গিত) একটি পুরনো বিএমডব্লিউ বিক্রি করছিলেন। এক নারী ক্রেতা তাকে জানান, তার কাছে রয়েছে মাত্র ১১,০০০ রিঙ্গিত। বাকি অর্থের পরিবর্তে তিনি নিজের শরীর দিয়ে “লেনদেন” করতে চান।

ঘটনার আরও অদ্ভুত দিক হলো, সেই নারী দাবি করেন—তার স্বামী এই প্রস্তাব জানেন এবং সমর্থনও করেন! Mfa Bob স্পষ্ট জানান, তিনি অর্থ ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ৬,০০০-এর বেশি প্রতিক্রিয়া ও শত শত মন্তব্য দেখা গেছে।

নেটিজেনরা হতবাক: “একজন স্বামী কীভাবে এমন লেনদেনে সম্মতি দেন?” কেউ কেউ এটিকে স্ক্যাম বলেও সন্দেহ প্রকাশ করেছেন। এ ঘটনায় সমাজে নৈতিকতা ও দারিদ্র্যের মধ্যকার টানাপোড়েন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।