আজকাল ওয়েবডেস্ক: বুধবার ২ এপ্রিল বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছে আমেরিকা। রোজ গার্ডেনে বৃক্তৃতা রাখতে গিয়ে শুল্কের হার ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু কোনও কোনও পারস্পরিক শুল্ক আরোপ করা হয়নি আমেরিকার দুই প্রতিবেশী মেক্সিকো এবং কানাডার উপর। সাম্প্রতিক চাপানউতোরের পরেও কীভাবে রেহাই পেয়ে গেল দুই দেশ।
বুধবার ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেন। তিনি বলেন, "বন্ধু ও শত্রু উভয় দেশই আমেরিকাকে লুট করেছে। আমদানির উপর এই শুল্ক ১০% থেকে শুরু এবং সর্বোচ্চ ৪৯% পর্যন্ত।" ট্রাম্প ভারতের উপর ২৬%, চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০% এবং জাপানের উপর ২৪% শুল্ক আরোপ করেছেন। ঘোষণার দিনটিকে আমেরিকার 'স্বাধীনতা দিবস' হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।
LIBERATION DAY RECIPROCAL TARIFFS ???????? pic.twitter.com/ODckbUWKvO
— The White House (@WhiteHouse)Tweet by @WhiteHouse
২রা এপ্রিলের নতুন পারস্পরিক শুল্ক আরোপের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে মেক্সিকো এবং কানাডা। তবে, ওই দুই দেশকে এখনও কোনও ছাড় দেওয়া হয়নি। কানাডা এবং মেক্সিকোকে বাদ দেওয়ার কারণ হল, তারা ইতিমধ্যেই শুল্ক চাপানো হয়েছে। ফেন্টানিলের সঙ্গে যুক্ত কিছু পণ্যের উপর ২৫% এবং কানাডিয়ান জ্বালানি ও পটাশের উপর ১০%। এই বছরের শুরুতে, ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর ২৫% কর আরোপ করেছিলেন। যার ফলে বাণিজ্য যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। তবে, মার্কিন-মেক্সিকো-কানাডা চুক্তির অধীনে আমেরিকায় প্রবেশকারী পণ্যগুলিতে কোনও শুল্ক আরোপ করা হবে না। অন্যদিকে, গাড়ি এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের উপর আরোপিত শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, নূন্যতম ১০% হারে শুল্ক আরোপ করা হবে। ভারতের উপর ২৬%, চীন ৩৪%, ইউরোপীয় ইউনিয়ন ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, তাইওয়ান ৩২%, থাইল্যান্ডের উপর ৩৬% হারে পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেম ট্রাম্প। ভারতের উপর প্রথমে ২৬ শতাংশ পারস্পরিক শুল্কের কথা ঘোষণা করে হলেও পরে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয় ভারতের জন্য শুল্কের হার ২৭ শতাংশ। অন্য বেশ কিছু দেশের জন্য এই হারে পরিবর্তন করা হয়েছে।
