আজকাল ওয়েবডেস্ক : সাপ। নামটি শুনলেই কেমন যেন লাগে। প্রকৃতির আদি সময় থেকেই সাপ প্রতিটি প্রাণীর কাছে ভয়ের। সাপকে সকলেই নিজের শত্রু বলে মনে করেন। বিশ্বের বেশিরভাগ সাপের বিষ থাকে। সেখানে ভয় না পাওয়ার কোনও কারণ নেই। তবে এমন একটি সাপ রয়েছে যে খুব শান্ত। বিষ নেই।
কর্ন স্নেক হল পৃথিবীর সবথেকে শান্ত সাপ। একে বহু মানুষ নিজের বাড়িতে পুষে রাখেন। এদের শান্ত স্বভাবের জন্য এরা সকলের কাছে প্রিয়। এর কোনও বিষ নেই। ফলে একে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দক্ষিণপূর্ব ইউনাইটেড স্টেটে পাওয়া যায় এই সাপটি।
একে দেখে অনেকেই বিষাক্ত বলে মনে করে থাকেন। সেই কারণে একে দেখলেই অনেকে মেরে ফেলেন। এই করে এই সাপের বংশ অনেকটাই কম হয়েছে। তবে অনেকেই জানেন না এদের কোনও বিষ নেই। সরীসৃপ প্রজাতির হলেও এই সাপের মধ্যে কোনও বিষ থাকে না। ফলে মানুষরা এই সাপ পুষতে পছন্দ করে থাকেন।
ঘরে থাকা ছোটো ইঁদুর, পাখি, ডিম খেয়ে বেঁচে থাকে এই সাপটি। ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে এই সাপ। তবে বনে থাকলে এটি ৩২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। জঙ্গল, মাঠ, খামার, ঘরে, পুরোনো বাড়িতে এই সাপ থাকতে পছন্দ করে। তবে যদি কেউ একে বাড়িতে নিয়ে আসেন তাহলে তিনিও একে রাখতে পারেন।
ছোটো শিকার খেতে পছন্দ করে বলে এর হিংস্রতা বেশি থাকে না। যদি ছোটো থেকে একে ঘরে নিয়ে এসে পোষা যায় তাহলে অন্য পোষ্যর মতো এটি অতি সহজেই পোষ মেনে যায়। একবারে এরা ১২ থেকে ২৪ টি বাচ্চা দেয়। সেগুলি নিজেরাই বড় করে তোলে। শান্ত স্বভাব হলেও অতি দ্রুত এরা গাছে চড়তে পারে। অন্য আক্রমণ থেকে বাঁচতে এরা লুকিয়ে থাকতেই পছন্দ করে। এদের শান্ত স্বভাব এদেরকে বাকি সাপেদের থেকে আলাদা করেছে। বিষধর সাপেদের থেকে এরা দূরে থাকতেই পছন্দ করে।
