আজকাল ওয়েবডেস্ক: সবে মাত্র এক সপ্তাহ হয়েছে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথে হাজির হতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন শুধু। তাঁর অনুপস্থিতিতে রাজনীতির আঙিনায় চর্চা হয়েছিল, তবে সেসব চর্চাকে ছাপিয়ে গেল কেবল একটি ফোনালাপ। 

সোমবার দুই দেশের ভাল সম্পর্ক আরও ভাল করার লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রপ্রধান। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। সোমবার তা নিয়েই চর্চা দিনভর। সেসবের মাঝেই ট্রাম্প জানিয়ে দিলেন, কখন আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। 


সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্রাম্প   সোমবার ফ্লোরিডা থেকে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে ফেরার সময় ট্রাম্প সাংবাদিকদের মোদির সঙ্গে ফোনালাপের কথা জানান। জানান ভারতের সঙ্গে মার্কিন মুলুকের সু-সম্পর্কের কথা। একই সঙ্গে তিনি জানান, মোদি সামনের মাসেই, সম্ভবত ফেব্রুয়ারিতেই যাছেন হোয়াইট হাউসে। 

সোমবারের কথা বার্তা সম্পর্কে মোদি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।‘