আজকাল ওয়েবডেস্ক : সবার প্ৰিয় একটি aap হল হোয়াটসঅ্যাপ। এর মধ্যে দিয়ে মানুষ তাদের রোজকার জীবনে নানা দরকারি কাজ করে থাকে। সবার সুবিধা করার জন্য আরও সহজ ফিচার নিয়ে এল এই aap। এবার থেকে ভিডিও কল করার সময় একটি বিশেষ অপশন নিয়ে আসা হল।
এখানে এখন যুক্ত করা হল লো লাইট মোড। এরফলে ভিডিও কল করার সময় আরও ভালো মনে হবে আপনার কাছে। এবার জেনে নিন নিজের মোবাইল ফোনে কীভাবে এই নতুন ফিচার করতে পারবেন।
এই ফিচার আনতে হলে আপনাকে ভিডিও কল করার সময় আপনি বাল্ব লোগো অপশন ক্লিক করতে হবে। এরপর নতুন অপশন এসে যাবে আপনার কাছে। সেখানে লো লাইট মোড থাকবে। এটি ক্লিক করলেই কেল্লাফতে। আলো কম থাকলেও অতি সহজে আপনি নিজের ভিডিও কল খুব ভাল করতে পারবেন।
এখানে শেষ নয়। একটি বিশেষ চ্যাট থিম এনেছে মেটা। এরফলে আপনি যখন ভিডিও কল করতে পারবেন তখন নিজের থিম পরিবর্তন করতে পারবেন। সব ধরণের ফোনে এই সুবিধা থাকবে বা ব্যবহার করা যাবে।
