আজকাল ওয়েবডেস্ক: অর্ধেকেরও বেশি লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়ে গিয়েছে যতদূর চোখ যায় শুধুই কালো ছাই। এখনও পর্যন্ত মৃত্য হয়েছে ১৬ জনের। গৃহহীন এক লক্ষেরও বেশি মানুষ। কিন্তু কেন এই বিধ্বংসী দাবানল। কেন জ্বলছে সমুদ্রের তীরের থাকা এই শহর? কী বলছেন তদন্তকারীরা?

প্রাথমিক আগুনের সূত্রপাত কী কারণে হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা মনে করছেন, পিয়েড্রা মোরাডা ড্রাইভের একটি বাড়ি থেকে এই আগুন শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।  ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মতে, আমেরিকায় ঘটা অগ্নিকাণ্ডগুলির সবচেয়ে সাধারণ উৎস হল বজ্রপাত। তবে, যেহেতু প্যালিসেডস বা পূর্ব লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে শুরু হওয়া ইটন অগ্নিকাণ্ডের আশেপাশের অঞ্চলে বজ্রপাতের কোনও খবর পাওয়া যায়নি। তাই বজ্রপাতের ফলে এই আগুন ধরেনি বলেই মনে করা হচ্ছে।

এর ফলে দু'টি কারণ সামনে আসছে যার ফলে এই বিধ্বংসী দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে। এক, কেউ জঙ্গলে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ঘটিয়েছেন। দুই, বিদ্যুৎ সরবরাহের তার থেকে অগ্নিকাণ্ড। ২০১৭ সালে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডটি ঘটে। সে ক্ষেত্রে দায়ী ছিল বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুনে ফুলকি। ক্যালিফর্নিয়ার পাবলিক ইউটিলিটি কমিশন দ্বিতীয় সম্ভাবনাটি উড়িয়ে দিয়েছে।

প্রথম সম্ভাবনাটির উপর জোর দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ২০২১ সালে একটি পার্টি থেকে জঙ্গলে আগুন ধরে যায়। আগুনে পুড়ে খাক হয়ে যায় ৩৬ বর্গমাইল অর্থাৎ ৯০ বর্গকিলোমিটার এলাকা। লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার দমকল বাহিনী। খানিকটা আয়ত্ত্বে আনা সম্ভব হলেও আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০ হাজার একর এলাকা। হলিউড এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বহু হলিউড তারকার বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।