আজকাল ওয়েবডেস্ক: কলম্বিয়ার মন্টেরিয়ার একটি জনপ্রিয় চিকেন শপে ঘটে গেল অবিশ্বাস্য এক কাণ্ড! শুধুমাত্র একটি ফ্রায়েড চিকেনের লেগ পিস নিয়ে দুই মহিলার মধ্যে তুমুল মারামারির ঘটনা। ঘটনায় উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে গোটা রেস্তোরাঁ স্তব্ধ হয়ে যায়। কিন্তু ঠিক কী ঘটেছিল?
স্থানীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক মহিলা তাঁর প্রেমিককে দেওয়ার জন্য আর এক মহিলার হাত থেকে চিকেনের লেগ পিস কেড়ে নেন। এরপরেই শুরু হয় তর্কাতর্কি। যা কিনা দ্রুতই চুল টানা-হ্যাঁচড়া থেকে হাতাহাতিতে গড়ায়। মুহূর্তের মধ্যে তাঁরা পরস্পরকে মাটিতে ফেলে লাথি-ঘুষি মারতে থাকেন। আশ্চর্যজনকভাবে, রেস্তোরাঁয় থাকা অন্য কেউ এই মারামারি থামানোর চেষ্টা করেননি। উল্টে, একজনকে দেখা যায় সম্পূর্ণ নির্লিপ্তভাবে তিনি খাবার খাচ্ছিলেন এবং দুই মহিলার মারামারি উপভোগ করছিলেন।
কিন্তু সেই চক্করে তাঁর গোটা টেবিল উল্টে যায়! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমতো ভাইরাল হয়েছে। কেউ মজা করে লিখেছেন, রেস্তোরাঁর চিকেন এত সুস্বাদু যে, এক টুকরো নিয়ে মারামারি লেগে যায়। অন্য এক ব্যবহারকারী মজা করে বলেছেন, এটা দেখে মনে হচ্ছে, পরিবার নিয়ে যাওয়ার জন্য আদর্শ জায়গা। ভিডিও দেখে নেটিজেনরা যেমন হতবাক, তেমনই মজাও পাচ্ছেন। তবে একটা চিকেন লেগ পিসের জন্য এরকম ঘটনা সত্যিই অবাক করার মতো।
