আজকাল ওয়েবডেস্ক: আবারও লজ্জার মুখে পড়তে হল পাকিস্তানকে। তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হল না। ফেরত পাঠানো হল লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হল কে কে আহসান ওয়াগান-কে। 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর কাছে ব্যক্তিগত কাজে আমেরিকায় গিয়েছিলেন আহসান। তাঁর কাছে বৈধ আমেরিকার ভিসা ছাড়াও প্রয়োজনীয় সমস্ত নথিই ছিল। তা সত্ত্বেও তাঁকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটকে দেয় আমেরিকার অভিবাসন দপ্তরের আধিকারিকরা। কারণ হিসেবে জানানো হয়েছে, বিতর্কিত ভিসা রেফারেন্সের জন্য ওয়াগানকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন দপ্তরের এক অধিকর্তা জানিয়েছেন, ''রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। অভিবাসন সংক্রান্ত আপত্তির কারণে এই সিদ্ধান্ত।'' যদিও কী কারণে সেই আপত্তি তা ব্যাখ্যা করা হয়নি।

তবে, অসমর্থিত সূত্রে খবর, আমেরিকায় তাঁর পূর্ববর্তী কর্মজীবনের সময় প্রশাসনিক দুর্নীতির অভিযোগের কারণে তাঁকে সে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আহসান এর আগে লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। 

যদিও পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে, বিষয়টির গুরুত্বের কারণে আহসানকে তাঁর অবস্থান ব্যাখ্যা করার জন্য ইসলামাবাদে ফেরত পাঠানো হতে পারে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এবং বিদেশসচিব আমনা বালুচ-সহ শীর্ষ কূটনৈতিক নেতৃত্বকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাদের কনস্যুলেটকে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।