আজকাল ওয়েবডেস্ক: টিকটকে লাইভস্ট্রিমিং চলাকালীন খুন করা হল এক তরুণী ইনফ্লুয়েন্সারকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। তরুণীর নাম ভ্যালেরিয়া মার্কেজ। বয়স ২৩ বছর। এই হত্যাকাণ্ডে ওই লাইভস্ট্রিমিংয়ের সকল দর্শকদের হতবাক করে দিয়েছে। দেশের মধ্যে চলতে থাকা লিঙ্গভিত্তিক হিংসার চিত্রটিকে আরও প্রকট করে তুলেছে।
বৃহস্পতিবার রাতে একটি স্যালোঁর মধ্যে খুন করা হয় ভ্যালেরিয়াকে। তিনি সেখানেই কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তি সেখানে প্রবেশ করে প্রকাশ্যে তাঁকে গুলি করেন। নারীহত্যার নিয়ম মেনে ঘটনার তদন্ত করা শুরু করা হয়েছে।
গুলি চালানোর ঘটনার ঠিক আগে ভ্যালেরিয়াকে বলতে শোনা যায়, 'তাঁরা আসছে'। এর পরেই এক ব্যক্তিকে তাঁর নাম ধরে ডাকতে শোনা যায়। ভ্যালেরিয়া উত্তর দিতেই গুলির শব্দ ভেসে আসে। এরপর এক ব্যক্তি এগিয়ে এসে তাঁর ফোনটি তুলে নেন। সেই সময় তাঁর মুখটি স্পষ্ট দেখতে পান সকলে। এরপরেই লাইভস্ট্রিমিংটি বন্ধ হয়ে যায়।
লাইভস্ট্রিমিংয়ের শুরুতে ভ্যালেরিয়া তাঁর অনুগামীদের জানিয়েছিলেন, কেউ একজন তাঁর জন্য একটি দামী উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি সেই সময় স্যালোঁতে উপস্থিত ছিলেন না। কিন্তু তিনি কারও থেকে কোনও উপহার পাওয়ার প্রত্যাশা করেননি।
টিকটিক এবং ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় দুই লক্ষ অনুগামী ছিল ভ্যালেরিয়ার। মেক্সিকোতে নারীহত্যার হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই এই হত্যাকাণ্ড। মেক্সিকোয় নারীহত্যার হার ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়ার সঙ্গে যুগ্ম ভাবে চতুর্থ সর্বোচ্চ। জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২৩ সালে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে ১.৩ নারী হত্যার ঘটনা ঘটে।
