আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে টিকটক আমেরিকার ভবিষ্যৎ কী? গত কয়েকদিন ধরেই তা নিয়ে জোর জল্পনা। অ্যাপ সংস্থা কী বলছে, মার্কিন প্রশাসন কী ভাবছে, সব নিয়ে আলোচনা তুঙ্গে। আমেরিকা এখনও এই অ্যাপ নিষিদ্ধ করেনি, কিন্তু তার আগেই, রবিবার সকাল থেকেই আর টিকটক কাজ করছে না সেখানে। ইউজার অর্থাৎ এই অ্যাপের ভোক্তারা জানাচ্ছেন, অ্যাপ খুলতেই স্পষ্ট লেখা উঠছে, এই মুহূর্তে কাজ করছে না টিকটক। 

আমেরিকায় টিকটক-এর বিরুদ্ধে বড় অভিযোগ। বলা হয়েছে, এই অ্যাপ বাধা দিচ্ছে সেখানকার জাতীয় নিরাপত্তায়। আমেরিকেয় প্রায় ১৭কোটি মানুষ টিকটক ব্যবহার করেন। কিন্তু জাতীয় নিরাপত্তার কথা ভেবে বাইডেন জমানাতেই সেখানে টিকটক নিষিদ্ধ বিল পাশ হয়েছে, বাইডেনের সাক্ষরের পর তা বিলেও পরিণত হয়েছে। 

যেহেতু বাইডেন জমানা শেষ, এবার মসনদে ট্রাম্প। সেক্ষেত্রে তিনি নয়া কোনও সিদ্ধান্ত গ্রহণ করেন কী না, সেদিকে তাইকে তারা। যদিও ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে তিনি চালু রাখবেন টিকটক। তবে টিকটকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারির আবহেই জানানো হয়েছিল, পরিস্থিতি বিচারে তারা রবিবার থেকেই মার্কিন মুলুকে বন্ধ করতে পারে এই অ্যাপ। হলও ও তাই। রবিবার সকাল থেকেই আর মার্কিন মুলুকে খুলছে না টিকটক।


এর আগে টিকটক আমেরিকার মালিকানাধীন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। জল্পনা ছিল, যদি আমেরিকার সুপ্রিম কোর্ট টিকটক আমেরিকার পক্ষে রায় দেয়, সেক্ষেত্রে বাইটড্যান্স নিজেরাই মালিকানাধীন রাখবে, অন্যথায় চীনা সংস্থা তা ইলন মাস্ককে বিক্রি করতে পারেও জল্পনা ছিল।