আজকাল ওয়েবডেস্ক: ষোড়শ শতকের অন্যতম ধর্মীয় সংস্কারক ছিলেন সেন্ট টেরেসা অফ আভিয়া। আজ থেকে ৪৪০ বছর আগে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর দেহাবশেষ রাখা রয়েছে স্পেনের ছোট শহর আলবা দে টর্মেস-এ। তাঁকে দেখতেই কাতারে কাতারে ভিড় করছেন ক্যাথলিক উপাসকরা। শেষ কয়েকদিনে এক লক্ষের বেশি মানুষ এসেছেন টেরেসাকে দেখতে।
গত রবিবার দুই মেয়েকে নিয়ে মাদ্রিদ থেকে টেরেসাকে দেখতে এসেছিলেন গুইওমার সাঞ্চেজ। তিনি বলেন, “এটি আমাকে পরিপূর্ণতা, আনন্দ এবং দুঃখের অনুভূতি দিয়েছে।“ মায়ের আদর্শে বড় হওয়া সাঞ্চেজ টেরেসার বাণী এবং আদর্শ মেনেই চলেছেন সবসময়। মাকে সম্মান জানাতেই টর্মেসে এসেছেন তিনি।
১৫৮২ সালে মারা যাওয়া সন্নাসীনির দেহ নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ক্যাথলিক উপাসকরা জানেন না যে এর পর কত বছর বা কত যুগ পরে আবার টেরেসাকে প্রকাশ্যে আনা হবে।
টেরেসার দেহাবশেষ শেষবার ১৯১৪ সালে প্রদর্শিত হয়েছিল। সেই সময় ভক্তদের দর্শনের জন্য একদিন সময় ধার্য করা হয়েছিল। এবার, প্রদর্শনী দুই সপ্তাহ ধরে চলেছে। প্রায় এক লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটেছিল।
মধ্যযুগীয় ইতিহাসে বিশেষজ্ঞ তথা সালামানকার পন্টিফিকাল বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক জোসে ক্যালভো জানিয়েছেন, টেরেসা স্পেনের স্বর্ণযুগ এবং ষোড়শ শতাব্দীর সংস্কার আন্দোলনের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। আধ্যাত্মিক জীবন নিয়ে তাঁর অনুসন্ধান এবং ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্কের উপর ধ্যান বিতর্কিত বিষয় ছিল। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এইগুলিই আধ্যাত্মিকতার গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে।
গত সেপ্টেম্বরে নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ আভিয়ায় টেরেসার জন্মস্থান পরিদর্শন করেছিলেন। যা আলবা ডি টর্মেস থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত।
