আজকাল ওয়েবডেস্ক: প্রেত্যেক দেশের রেলস্টেশনেরই নির্দিষ্ট প্রবেশ এবং প্রস্থান ফটক থাকে। তবে, বিশ্বের এমনই একটি রেলস্টেশন রয়েছে যার কোনও নির্দিষ্ট প্রবেশ এবং প্রস্থান ফটক নেই। জাপানের সেরিউ মিহারাশি স্টেশন বিশ্বের সবচেয়ে অনন্য রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। এই স্টেশনের যাত্রীদের জন্য কোনও প্রবেশ এবং প্রস্থান ফটক বা গেট নেই। 

কেন সেরিউ মিহারাশি স্টেশনের কোনও প্রবেশ-প্রস্থান গেট নেই?

জাপানের সেরিউ মিহারাশি স্টেশনটি তৈরির নেপথ্যে রয়েছে মনোরম দৃষ্টিকোণ! জাপানের বিখ্যাত স্টেশনটি নিশিকি নদীর ধারে একটি পাহাড়ের ধারে অবস্থিত। তবে শুধুমাত্র ট্রেনের মাধ্যমেই সেখানে যাওয়া যায়। ২০১৯ সালে চালু হওয়া এই স্টেশনটি স্থানীয় পর্যটন প্রচার এবং ভ্রমণকারীদের ছোট্ট বিরতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। 

এই স্টেশনে কেবল কয়েক মিনিটের জন্য ট্রেন থামে। তখন যাত্রীরা বেরিয়ে এসে প্রাকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। এখানে কোনও ভিড় নেই, কোনও কোলাহল নেই, যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা যায়, প্রাণভরে প্রশ্বাস নেওয়া যায়। এ যেন অপার শান্তির জায়গা। 

অতএব এটা বোঝা যায় যে, স্টেশনটি যাত্রীদের প্রবেশ বা প্রস্থানের জন্য তৈরি করা হয়নি বরং একটি সংক্ষিপ্ত বিরতির জন্য তৈরি করা হয়েছিল। সেই কারণেই এই স্টেশনে কোনও প্রবেশ বা প্রস্থান গেট নেই। 

সমালোচকরা কেন সেরিউ মিহারাশি স্টেশনের সমালোচনা করেন?

জাপানের এই অতি সুন্দর স্টেশনে সকলে মুগ্ধ হননি। স্টেশনটি তৈরি করতে প্রায় ১১ কোটি ইয়েন খরচ হয়েছিল। কিন্তু প্রতি বছর ১,০০০ এরও কম লোক এই স্টেশন পরিদর্শন করেন। সমালোচকদের মতে, কোটি কোটি অর্থ খরচ করে সেরিউ মিহারাশি স্টেশন তৈরি তাই শুধু অর্থের অপচয়। 

তবুও, যেসব পর্যটর ট্রেনে করে ব্রমণের মাঝে কিছুক্ষণের জন্য সেরিউ মিহারাশি স্টেশনে নামেন তাঁরা অতি দ্রুত চলমান এই পৃথিবীতে নীরবতার একটি বিরল মুহূর্ত অনুভব করতে পারেন।