আজকাল ওয়েবডেস্ক: ‘নিঃশব্দ ঘাতক’, শরীরে কখন থাবা বসাচ্ছে বুঝতে পারছেন না কেউই। কিন্তু তার প্রভাবে ব্যতিব্যস্ত জীবন, বড়সড় ক্ষতি হচ্ছে দেশের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের। সমীক্ষার তথ্য, গোটা মার্কিন মুলুকের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্কদের শরীরে নীরবে থাবা বসাচ্ছে ‘সাইলেন্ট কিলার’।
আতঙ্ক বাড়াচ্ছে হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান, উচ্চ রক্তচাপের কারণে, বিশ্বে প্রতিবছর প্রায় ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমেরিকায় অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্ক হাইপারটেনশনে ভুগছেন। প্রতি ১০জনের মধ্যে ১জন ডায়বেটিসে ভুগছেন। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক লিয়ানা ওয়েন আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আমেরিকায় এই ‘নিঃশব্দ ঘাতক’ রোগগুলি প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ হয়েছে দিনে দিনে।
উচ্চ রক্তচাপ নিয়ে তাঁর মত, যাঁর শরীরে এই রোগ থাবা বসাচ্ছে, তিনি একেবারে শেষপ্রান্তে গিয়ে বুঝতে পারছেন তা। ততক্ষণে শরীরে যা ক্ষতি করার করে ফেলেছে এই রোগ। হাইপারটেনশনের প্রবণতার সঙ্গেই তিনি জোর দিয়েছেন মধুমেহর উপর। তিনি জানিয়েছেন, প্রতি ১০জনের মধ্যে ১জনের ডায়বেটিস রয়েছে। শুধু তা নয়, ৬৫বছর বা তার বেশি বয়সীদের মধ্যে অন্তত ২৯ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।
চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ হৃদয়ে চাপ বাড়ায়, ক্ষতিগ্রস্ত করে ধমনীকে। কিডনি, হৃদরোগ, স্ট্রোক, ডিমেশিয়ার ঝুঁকি বাড়ায় উচ্চ রক্তচাপ। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকি বহুগুন বাড়িয়ে দেয় ডায়বেটিস।
