আজকাল ওয়েবডেস্ক: বাড়ির বাগান, রাস্তাঘাট, রেস্তোরাঁর আশেপাশে, যেদিকে চোখ যাচ্ছে, সেখানেই নজরে পড়ছে বিরাট আকারের মাকড়শা। যা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেন জুড়ে। আচমকা চলতি বছরের শেষেই মাকড়শার এমন উৎপাত শুরু হয়েছে সেখানে। স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হলেও, পরিবেশবিদরা ভিন্ন মত পোষণ করছেন। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ব্রিটেনের চেস্টার জু'র কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেন রাফ্ট নামের মাকড়শার সংখ্যা হু হু করে বেড়েছে। ব্রিটেন জুড়ে হাজার হাজার ফেন রাফ্ট ঘুরছে। যা অত্যন্ত ভাল খবর। কারণ এক দশক আগেও এই প্রজাতির মাকড়শা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। চিড়িয়াখানার তরফে এরপরেই বড় পদক্ষেপ করা হয়। 

 

২০১৪ সালে চেস্টার জু কর্তৃপক্ষ এক হাজার ফেন রাফ্ট মাকড়শা আশেপাশে ছড়িয়ে দেয়। দশ বছর পর ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার। যা নতুন করে রেকর্ড ছুঁয়েছে। বিলুপ্তির হাত থেকে ফেন রাফ্টকে রক্ষা করতে পেরে যারপরনাই খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

 

রোয়াল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং চেস্টার জু যৌথ উদ্যোগে ৫১ হেক্টর জমিতে ফেন রাফ্ট মাকড়শা ছড়িয়ে দেয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেন রাফ্টের আকার মানুষের হাতের তালুর সমান। তবে এই প্রজাতির মাকড়শা মানুষের কোনও ক্ষতি করে না। গায়ের ডোরাকাটা দাগের কারণে এটি ভীষণ নজরকাড়া।