আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ইতিমধ্যে মহাকাশে গিয়ে তৈরি করেছেন নতুন ইতিহাস। তাকে নিয়ে এখন সকলের আগ্রহ তুঙ্গে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে শুক্লা জানিয়েছেন, এটা তার কাছে মোটেই সহজ কাজ ছিল না। যখন সেখানে তিনি যান তখন তার মাথা হালকা হয়ে গিয়েছিল। তিনি ৬৩৪ নম্বর মহাকাশচারী যিনি মহাকাশে গিয়েছেন।


শুক্লা আরও বলেন, আগামী দুসপ্তাহ তার জীবনের সেরা সময় হতে চলেছে। ফলে সেখান থেকে তিনি নতুনভাবে নিজেকে আবিষ্কার করবেন। পৃথিবী থেকে যারা মহাকাশে এসেছেন তারা ভাল করে এই অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। 


আগামী ২ সপ্তাহ শুক্লা এবং তার টিম মহাকাশে থাকবেন। ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এটি একটি বিরাট সফলতা। এর দিকে তাকিয়ে আগামীদিনে ভারতীয় মহাকাশচারীরা অনেক বেশি এবিষয়ে পড়াশোনার কথা ভাববেন। শুক্লা বলেন, দেশের তিরঙ্গা নিয়ে এখানে আসার সম্মানই আলাদা। সেই কাজটি করতে পেরে আমি খুশি।


তিনি আরও বলেন, ”পৃথিবীকে একটা সুবিধাজনক স্থান থেকে দেখার সুযোগ পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। যাত্রাটা অসাধারণ ছিল। অসাধারণ! মহাকাশে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু যে মুহূর্তে আমি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলাম, এই ক্রু সদস্যরা আমাকে এমন স্বাগত জানাল! তোমরা আক্ষরিক অর্থেই আমাদের জন্য তোমাদের ঘরের দরজা খুলে দিলে। আমি আরও ভালো বোধ করছি। এখানে আসার আগে আমার যা প্রত্যাশা ছিল তা অবশ্যই ছাপিয়ে গেছে। তাই তোমাদের অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী ১৪ দিন বিজ্ঞান এবং গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অসাধারণ হবে। অনেক ধন্যবাদ।”


স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনোর মুহূর্তে তৈরি হল অন্য ইতিহাস। আগামী ১৪ দিন তাঁরা মহাকাশে কেমন কাটান, সেদিকে চোখ থাকবে সকলের।