আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। এখন কোথায় গিয়ে মুখ লুকোবে তা নিয়েই তারা দিশেহারা। আর এরই মধ্যে ফের একবার ভারতের কাছে নিজেদের দৈন্যদশার পরিস্থিতি শোনা গেল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গলায়।
ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি খবর অনুসারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বীকার করেছেন, ৯ এবং ১০ মে ভারতের ব্রক্ষ্মস মিসাইল যেভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে আঘাত করেছিল তার কোনও খবর ছিল না তাদের কাছে। রাওয়ালপিন্ডি বিমানবন্দরে যেভাবে ভারতের মিসাইল এসে পড়েছিল তার কোনও ধারণা ছিল না তাদের কাছে।
পাক প্রধানমন্ত্রী বর্তমানে আজারবাইজানের একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেখানেই তিনি এই অকপট স্বীকারোক্তি করেন। সেখানে শাহবাজ শরিফ পাকিস্তানের পাশে থাকার জন্য বেশ কয়েকটি দেশকে অনুরোধ করেছেন। শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ১০ মে সকালের দিকে হামলা করবে বলে আসিম মুনিরের সঙ্গে পরিকল্পনা করেছিল। তবে তার আগেই ভারতের দূরপাল্লার ব্রক্ষ্মস ক্রুজ মিসাইলের কাছে তারা নাস্তানাবুদ হয়ে যান।
শরিফ জানান, সকালের প্রথম প্রার্থনার পর ভোর ৪ টে বেজে ৩০ মিনিটে তারা ভারতের ওপর হামলা করবেন বলে ভেবে রেখেছিলেন। তবে তার আগেই ভারত যেভাবে তাদেরকে ব্যতিব্যস্ত করে দেয় তারপর আর ঘুরে দাঁড়ানোর কোনও উপায় ছিল না।
পহেলগাঁওতে ভারতের পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। ২৬ জন মানুষের প্রাণহানি ঘটে। এরপরই পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয় ভারত। এমনকি পাকিস্তানের ড্রোন হামলাকেও হেলায় হারিয়ে দেয় ভারতের সেনাবাহিনী।
প্রতিবারেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে ব্রক্ষ্মস মিসাইল নিজের খেলা দেখায়। পাকিস্তানের বিভিন্ন অংশে নিখুঁত আঘাত করে এই মিসাইল। ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটি। পরে নিজেদের হার বুঝে যুদ্ধ বিরতির আবেদন করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। দুই দেশের মধ্যে পরিস্থিতি সহজ করতে আসরে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারতের অপারেশন সিঁদুরের ভয়াবহ স্বপ্ন এখনও পাকিস্তানকে তাড়া করছে। পাক প্রধানমন্ত্রীর কথায় সেটাই ফের একবার সামনে এল।
