আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার সাতসকালে একের পর এক বিস্ফোরণ লাহোরে। বুধবার গভীর রাতে পাক ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারত। অন্তত নয় জায়গায় হামলা চালানো হয়। জঙ্গিদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এরপরই পাল্টা হামলা চালায় পাক সেনা। জম্মু–কাশ্মীরের একাধিক জায়গায় গোলাবর্ষণ চালায় পাক সেনা। 


এবার জানা গেল, বৃহস্পতিবার সাতসকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোর। প্রাণভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ, তা স্পষ্ট নয়। তবে পাকিস্তান পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ৫–৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সূত্রে জানা গিয়েছে।


পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় একের পর এক বিস্ফোরণ হয়। ধোঁয়ার কুন্ডলী দেখা যায় অনেক দূর পর্যন্ত। একাধিক ভিডিওয় দেখা গিয়েছে, স্থানীয়দের একাংশ বাড়ি থেকে বেরিয়ে দৌড়চ্ছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।


প্রসঙ্গত, যে জায়গাগুলিতে বিস্ফোরণ হয়েছে তার কিছুদূরেই রয়েছে লাহোরের সেনাঘাঁটি। ইতিমধ্যেই করাচি, শিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনার সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর ঘটনা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম সাইরেনের শব্দ শোনা যায়। তারপরেই হয় বিস্ফোরণ। এক স্থানীয় পাক সংবাদমাধ্যম দাবি করেছে, পাকিস্তানি বায়ুসেনা মহড়া চালাচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়।