আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে ১৪ দেশের ভিসা নিষিদ্ধ করল সৌদি আরব। তালিকায় রয়েছে ভারতও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৫-এর জুনের মাঝামাঝি পর্যন্ত ১৪ দেশের ভিসা নিষিদ্ধ করেছে সৌদি আরব।
কারণ হিসেবে জানা গিয়েছে, হজের ব্যাপক ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত। অর্থাৎ যাঁরা হজ উপলক্ষে যেতে চান, তাঁরা ভিসা পাবেন। কিন্তু ব্যবসা, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার, বা উমরাহ যাওয়ার মতো কারণে এই ১৪ দেশের বাসিন্দাদের ভিসা দেবে না সৌদি। জুনের মাঝামাঝি পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।
এই ১৪ দেশের তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, মরক্কো, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, ইজিপ্ট, নাইজেরিয়া, অ্যালগেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান।
হজ যাত্রায় অতিরিক্ত ভিড় এড়াতেই এই ব্যবস্থা। তথ্য, ভারত-সহ অন্যান্য দেশের বহু মানুষই নাকি হজের জন্য বিশেষ রেজিস্ট্রেশন না করিয়েই সেখানে ভিড় জমাচ্ছেন। একে এই সময়ে প্রবল দাবদাহের পরিস্থিতি, তার উপরে অতিরিক্ত ভিড়ে বিপদ বাড়তে পারে বলে মত কর্তৃপক্ষের। ২০২৪ সালে হজে হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল। চলতি বছরে সেই কারণেই অতিরিক্ত ভিড় এড়াতে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করছে।
