আজকাল ওয়েবডেস্ক: কমে যাচ্ছে জন্মহার, তাই রাশিয়ায় অভিনব পন্থা নিল পুতিনের সরকার। যৌন মন্ত্রক প্রতিষ্ঠার কথা ভাবছে সে দেশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে ২০২২ সালে। গত দু'বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের ফলে প্রচুর লোক মারা গিয়েছে। এর পাশাপাশি সৈন্য বাহিনীর একটা বড় অংশ রয়েছে ইউক্রেনে। ফলে আগামী প্রজন্মের সংখ্যা কমছে। যা নিয়ে চিন্তার ভাঁজ সরকারের কপালে। তা থেকেই এই অভিনব পদক্ষেপ নিয়েছে সরকার।
যৌন মন্ত্রকের কাজ হবে সে দেশের জন্মহার বাড়ানোর বিষয়টা তদারকি করা। সেটা দেখার জন্য ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে সরকার। যতটা সম্ভব দম্পতিদের একান্তে সময় কাটাতে দিতে হবে। এর জন্য রাত ১০ টা থেকে দুটো পর্যন্ত বন্ধ থাকবে আলো। এমনকী এই সময় বন্ধ করে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবাও।
দ্বিতীয়ত, যেসব মহিলারা কর্মরত নন, বাড়িতে থাকেন তাদের যাতে সন্তান প্রতিপালনে কোনও সমস্যা না হয়, সেই সুবিধার্থে অর্থসাহায্য করা হবে। আনা হবে পেনশনের আওতায়।
তৃতীয়ত, যারা প্রথমবার ডেটিং করতে যাবেন তাদেরকে টাকা দেবে সরকার। এর পরিমাণ হবে পাঁচ হাজার রুবেল পর্যন্ত ভারতীয় মুদ্রায় অঙ্কটা ৪,৩৯৫ টাকা।
চতুর্থত, বিয়ের রাত্রে সমস্ত আয়োজনের জন্য ২৬ হাজার ৩০০ রুবেল অর্থ সাহায্য দেওয়া হবে শুভেচ্ছাবার্তা হিসেবে। যার ভারতীয় মুদ্রায় টাকার অংকটা ২৩ হাজারের কিছু বেশি। খুব শীঘ্রই নবদম্পতি সন্তানধারণ করবেন তাই এই আগাম শুভেচ্ছাবার্তা দেওয়া হবে সরকারের তরফে।
সেখানকার মিডিয়া জানাচ্ছে, ১৮ থেকে ২৩ বছর বয়সী মেয়েরা প্রথমবার মা হলে সরকারের তরফে দেওয়া হবে ৯৭ হাজার ৩১১ টাকা। এই টাকাও অবশ্য জায়গা অনুযায়ী বাড়তে পারে। কোথাও গিয়ে এই টাকার অংক দাঁড়াতে পারে নয় লাখেরও বেশি। পাশাপাশি অফিসের ফাঁকে জন্মহার বাড়ানোর জন্যে কফি এবং লাঞ্চ ব্রেক নিতে পারবেন কর্মীরা। তা হবে আইন সিদ্ধ।
