আজকাল ওয়েবডেস্ক : রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফের একবার বন্ধু বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করেছেন মোদি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি, যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চলতি বছরে দ্বিতীয়বার রাশিয়া সফর করলেন মোদি। এর আগে, জুলাই মাসে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেসময় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদি।
এদিন এই দুই নেতা বৈঠক করার আগে একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক মাধ্যমে। আগামী দিনে এই দুটি দেশ একসঙ্গে কাজ করবে সেই বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।
