আজকাল ওয়েবডেস্ক: ছাত্র আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ। শনিবার আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছেন সাধারণ নাগরিকরাও। মুষলধারে বৃষ্টির মাঝেই শহিদ মিনারের সামনে নেমেছিল আন্দোলনকারীদের ঢল। শহিদ মিনারের সামনে দাঁড়িয়েই সরকার পতনের এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ। তারা জাতীয় সরকার গঠনের দাবিও জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলন কর্মসূচি শুরু করবে তারা। এই পরিস্থিতিতেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে আলোচনা করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আহ্বান আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করেছেন।

আওয়ামী লিগের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার দলীয় সব শাখা সংগঠনকে রাস্তায় নামানো হবে। সোমবার বিকেলে তারা শোক মিছিল করবে দেশে। আজ সন্ধেয় চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা হয়। তাঁর বাসভবনের একাধিক গাড়ি ভাঙচুর, তাতে অগ্নিসংযোগ, বাসভবনের ভিতরে আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে। পাশাপাশি জামালপুর, কুষ্টিয়া, ঝিনাই, কুমিল্লা-সহ একাধিক এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের সংঘর্ষ হয়েছে বলে খবর। আজও সংঘর্ষে গুলিবিদ্ধ একাধিক পড়ুয়া।