আজকাল ওয়েবডেস্ক: দুই বছর আগে পাকিস্তানের নানা শহরে বিনামূল্যে আটা বিতরণের সময় ভয়াবহ পদদলিত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনা দেশটির বেহাল অর্থনীতির চিত্র স্পষ্ট করে দিয়েছিল। দু’বছর পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। একের পর এক বহুজাতিক কোম্পানি পাকিস্তান ছাড়ছে। সর্বশেষ নাম যুক্ত হল ভোক্তাপণ্য জায়ান্ট প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল । এই ঘোষণায় পাকিস্তানি নাগরিকরা ভীষণ আতঙ্কিত, বিশেষত তাদের প্রিয় Gillette রেজর আর Head & Shoulders শ্যাম্পু নিয়ে।
মার্কিন ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান P&G এই সপ্তাহে ঘোষণা করেছে যে তারা পাকিস্তানে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে থাকবে সব ধরনের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম। পাকিস্তানের সাধারণ নাগরিকরা সামাজিক মাধ্যমে শঙ্কা প্রকাশ করেছেন যে এবার হয়তো সস্তা ও নিম্নমানের বিকল্প পণ্য বাজার দখল করবে।
একজন হতাশ টুইটার ব্যবহারকারী, লাহোরের নাদিম খান লিখেছেন—"আমি বুঝতে পারছি না P&G কেন যাচ্ছে। পাকিস্তানে তো এখনও ২৪ কোটি মানুষ আছে যাদের সাবান, ডিটারজেন্ট আর শেভিং ক্রিম দরকার। এটা একেবারেই অযৌক্তিক মনে হচ্ছে।"
আরও পড়ুন: নাসার ওয়েবসাইট বন্ধ, আতঙ্কিত হয়ে পড়লেন বিজ্ঞানীরা
১৯৯১ সালে পাকিস্তানের বাজারে প্রবেশ করে দ্রুতই শীর্ষ ভোক্তাপণ্য কোম্পানিতে পরিণত হয় P&G। অল্প সময়েই তাদের ব্র্যান্ডগুলো ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। Head & Shoulders, Pantene, Tide, Oral-B, Gillette, Old Spice, Ariel, Pampers, Always— এগুলো পাকিস্তানি পরিবারের পরিচিত নাম।
ইসলামাবাদের ইঞ্জিনিয়ার জাভেদ ইকবাল জানান, গত তিন মাস ধরে তিনি বাজারে নিজের প্রিয় Gillette Blue 3 রেজর খুঁজে পাচ্ছেন না। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, বাজারে চীনা পণ্যের প্রবল দাপটের কারণে Gillette, Pampers, Safeguard প্রভৃতি P&G-এর ব্র্যান্ড কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।
হিনা সাফি নামে এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন— "এখন কি আমাদের Ariel, Safeguard, Vicks, Pampers, Always, Pantene, এমনকি Head & Shoulders-ও আমদানি করতে হবে?"
অন্যদিকে কেউ কেউ ঠাট্টাও করছেন পাকিস্তানিদের অসহায়তা নিয়ে। একজন লিখেছেন—"Procter & Gamble spokesman: পাকিস্তানিরা স্নান করে না, কাপড়ও ধোয় না, তাই ব্যবসা চালানো সম্ভব হয়নি!"
এর আগেই পাকিস্তান জলের সংকটে ভুগছিল। ভারত ইন্দাস ওয়াটারস ট্রিটি স্থগিত করার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তখনও পাকিস্তানিরা নিজেদের নিয়ে ব্যঙ্গাত্মক মিম বানিয়েছিল। এক ব্যবহারকারী বলেছিলেন—"এখন স্নানের জলও পাকিস্তানকে ভারতের কাছে চাইতে হবে।"
তবে এই সংকট হয়তো পুরোপুরি ভয়াবহ হবে না। P&G জানিয়েছে, তাদের কিছু পণ্য পাকিস্তানে তৃতীয় পক্ষের পরিবেশকের মাধ্যমে পাওয়া যাবে। পাকিস্তান থেকে বহুজাতিক কোম্পানিগুলোর প্রস্থান হচ্ছে উচ্চ বিদ্যুৎ খরচ, দুর্বল কাঠামো আর চলতি অর্থনৈতিক সংকটের কারণে।
গত দুই বছরে শুধু P&G নয়, Shell, Pfizer, Total Energies, Microsoft, Telenor–এর মতো শীর্ষ কোম্পানিও পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। P&G-এর বিদায় পাকিস্তানের ভোক্তাদের জন্য শুধু প্রিয় ব্র্যান্ড হারানোর শঙ্কা নয়, বরং দেশের অর্থনীতির গভীর সংকটের প্রতিফলন। একদিকে জল ও জ্বালানি সংকট, অন্যদিকে বৈদেশিক বিনিয়োগ হ্রাস—সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি ক্রমেই বেহাল অবস্থায় দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন একটাই—এরপর কাকে হারাতে চলেছে পাকিস্তান?
