আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের সন্ধ্যায় ইউক্রেনবাসীর উদ্দেশে দেওয়া ভাষণ দিচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ না করেই তাঁর মৃত্যু কামনা করেন! বড়দিনের সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালালে, দুই দেশের মধ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
ভাষণে পুতিনের মৃত্যু কামনা করার আগে জেলেনস্কি প্রচলিত বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দেন। বলেন, "প্রাচীনকাল থেকেই ইউক্রেনীয়রা বিশ্বাস করেন যে, এই রাতে (ক্রিসমাস ইভ) স্বর্গের দরজা খুলে যায়। আর আপনি যদি তখন আপনার স্বপ্নের কথা বলেন, তবে তা অবশ্যই সত্যি হবে। তাই সবাই প্রার্থনায় নিজের নিজের ইচ্ছা প্রকাশ করেন। আজ আমাদের সকলের একটিই স্বপ্ন। এবার সে যেন ধ্বংস হয়ে যায়।।"
প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, "আমরা ইউক্রেনে শান্তি চাই। সেটার জন্যই লড়াই করছি, প্রার্থনা করছি। আমরা সেটার যোগ্য।" ভাষণের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, "কল্যাণ ও সত্যের জয় হবেই। শান্তির বর্ষিত হবে। ইউক্রেন অস্বিস্ত যেন মজবুত হয়।"
গত মঙ্গলবার রাশিয়া, ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই জেলেনস্কির মুখে পুতিনের মৃত্যু সম্পর্কিত মন্তব্যটি শোনা গিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সংবাদমাধ্যম অনুসারে, এই হামলায় তিনজন নিহত হন এবং দেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।
এছাড়াও, বড়দিনের দিনও হামলা হয়েছে। রাশিয়া, ইউক্রেনে ১৩১টি ড্রোন নিক্ষেপ করেছে। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ড্রোন ধ্বংস করেছে। তবে প্রায় ২২টি ড্রোন ১৫টি অঞ্চলে আঘাত হানে বলে এবিসি নিউজ জানিয়েছে।
উৎসবের সময় এই হামলার জন্য জেলেনস্কি রাশিয়ার তীব্র নিন্দা করেন। তিনি শান্তি প্রচেষ্টার জন্য দেশটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, "বড়দিনের ঠিক আগে রুশরা আবারও দেখিয়েছে তারা আসলে কারা। ব্যাপক গোলাবর্ষণ, শত শত 'শাহেদ' ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল হামলা - সবকিছুই ব্যবহার করা হয়েছে। এভাবেই নাস্তিকরা হামলা করে।"
জেলেনস্কি নাগরিকদের এই হামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। যাঁরা নিজেদের জীবনের বিনিময়েও ইউক্রেনের স্বার্থ রক্ষা করেছেন, তাঁদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "যাঁরা নিজেদের জীবনের বিনিময়ে ইউক্রেনকে রক্ষা করেছেন, আমাদের সেই সকল শহিদ বীরদের জন্য কৃতজ্ঞতা রইল। সম্মান জানাই তাঁদের সকলকে, যাঁরা রাশিয়া দখলদারিত্বের মুখে পড়েছেন এবং পালাতে বাধ্য করেছে। তাঁদের জন্য, যাদের জন্য পরিস্থিতি কঠিন, কিন্তু যাঁরা নিজেদের মধ্যে ইউক্রেনকে হারাননি, এবং তাই ইউক্রেনও তাঁদের কখনও হারাবে না। আজ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি। আমরা অন্ধকারে পথ হারাব না।"
