আজকাল ওয়েবডেস্ক: সিনেমা কোনও দেশ কালের বাধা মানে না। শুনতে অবাক হলেও এটাই সত্যি। লাহোরের একটি কলেজে হওয়া এই ভাইরাল ভিডিও এখন সকলের মোবাইলে ঘুরছে।


ভারতীয় সিনেমার অন্য সেরা হিন্দি ছবি মুঘল ই আজম। বহু যুগ ধরে এই ছবি সকলের মন জয় করে নিয়েছে। এমন এই ছবিকে সাদাকালো থেকে রঙিন করেও সকলকে দেখানো হয়েছে। পাকিস্তানের লাহোরের একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ছবির দৃশ্যকে ফের একবার সকলের সামনে তুলে আনলেন। প্যার কিয়া তো ডরনা ক্যায়। এই গানের দৃশ্যে তারা মাতিয়ে দিলেন সকলকে। 

 

 


ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ছবির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে আনারকলি এবং সেলিমের প্রেমের দৃশ্যটি দারুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মধুবালার যে নাচ দেখে সকলে পাগল হয়ে গিয়েছিলেন সেই নাচের দৃশ্য এই ভিডিওটিকে আরও মোহময় করে তুলেছে। মনে করিয়ে দিয়েছে পুরনো দিনের কথাগুলিকে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ajwa Ashfaq (@by_ajwa)