আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালাল ভারত। ভারতীয় সেনা জানিয়েছে, ‘‌অপারেশন সিঁদুর’‌–এ মোট ন’‌টি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। আবার ইসলামাবাদ দাবি করেছে, ‘‌পাকিস্তানের মোট ছয়টি স্থানে ২৪টি আঘাত হানা হয়েছে। এই ২৪টি আঘাতে আটজন পাকিস্তানি শহীদ হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন এবং দু’‌জন এখনও নিখোঁজ।


যদিও এর পাল্টা দিতে সময় নেয়নি পাকিস্তানও। জম্মু–কাশ্মীরে গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের গোলাবর্ষণে সাতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন। 


এদিকে, ভারতের হামলার পর মুখ খুলেছে ইসলামাবাদ। পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন, ভারত আবার আক্রমণ করলে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না। আর ভারত যদি বিরত থাকে, তবে পাকিস্তানও হামলা থেকে বিরত থাকবে। আসিফ বলেছেন, ‘‌গত দুই সপ্তাহ ধরেই বলে আসছি ভারতের সঙ্গে শত্রুতার রাস্তায় যাব না। কিন্তু যদি আমাদের উপর আক্রমণ করা হয়, আমরাও জবাব দেব। ভারত পিছু হটলে আমরাও চুপচাপ থাকব।’‌


প্রসঙ্গত, ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীমবের গলি এলাকায় গুলিবর্ষণ করেছে পাক সেনা। এছাড়া বারামুল্লা জেলার উরি সেক্টরেও বোমাবর্ষণ করেছে পাক সেনা। এই হামলায় মৃত অন্তত সাত বলে জানা গেছে। আহত অন্তত ৩৮।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের এই পদক্ষেপকে ‘যুদ্ধের’‌ আগমন বলে অভিহিত করেছেন।