আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের আবহে জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী। পাক সেনা সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই এনসিএ। ভারতের সঙ্গে সংঘাতের আবহে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার উদ্দেশেই এই বৈঠক।
 
 পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের ভার। প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন এই কমিটিতে তাঁর নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রিসভার পাঁচ গুরুত্বপূর্ণ সদস্য (অর্থ, বিদেশ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন) ছাড়াও সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ ও বায়ুসেনা) প্রধান রয়েছেন। রয়েছেন, পাক সশস্ত্র বাহিনীর ‘জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটি’র চেয়ারম্যান, ‘স্ট্র্যাটেজ়িক প্ল্যানস ডিভিশন’ (কৌশলগত পরমাণু হামলা সংক্রান্ত গবেষণা এবং পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত)–এর প্রধান এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই–এর ডিরেক্টর।
 
 পহেলগাঁও হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’–এ প্রত্যাঘাতের পর দুই দেশের মধ্যে টেনশন আরও বেড়েছে। হামলা চলছে। ড্রোন, মিসাইল কোনও কিছুই বাদ নেই।
 
 বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালানোর পর শুক্রবার রাতেও জম্মু–কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান। শনিবার ভোরেও তা জারি ছিল। যদিও পাকিস্তানের এই হামলাকে প্রতিহত করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। 
 
 এই আবহে প্রয়োজনে গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশ দিতেই শাহবাজ সম্ভবত এনসিএ–র বৈঠক ডাকলেন। 
