আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিমান হামলার পর, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নেতৃত্ব বাহাওয়ালপুর সদর দপ্তর 'জামিয়া সুভহানআল্লাহ' বন্ধ করে দিয়েছে। মে মাসের শুরুতে অপারেশন সিঁদুর অভিযানে ভারত পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর সদর দপ্তরে আক্রমণ করে সেটিকে ধ্বংস করে দেয়। ভারতীয় আক্রমণের পর থেকেই গুগল ম্যাপে জায়গাটিকে স্থায়ীভাবে বন্ধ দেখানো হচ্ছে।

২২শে এপ্রিল পাহেলগাঁওয়েমে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়। যার মধ্যে বাহাওয়ালপুরে অবস্থিত জইশ-ই-মহম্মদের সদর দপ্তরও ছিল। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই স্থানে নির্ভুল হামলায় জইশের ঘাঁটি ধ্বংস করা হয়।

ভারতের পদক্ষেপে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্য এবং ৪ জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়। হামলার পর ঘটনাস্থলের ছবি এবং স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ছাদে বড় বড় গর্ত দেখা যাচ্ছে। 

কমপ্লেক্সটি একটি মসজিদ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু জানা গিয়েছে যে এটি জইশের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করত। জঙ্গিদের নিয়োগ এবং সন্ত্রাসে পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গুগল ম্যাপস এখন স্থানটিকে স্থায়ীভাবে বন্ধ হিসেবে দেখাচ্ছে। এটি সাধারণত তখন করা হয় যখন কোনও স্থান দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে এবং স্থানটিতে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে থাকে।