আজকাল ওয়েবডেস্ক: পিআইএ, পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের হামলার ভয়ে, বিমান চলাচলে বড় সিদ্ধান্ত নিয়েছে সে দেশের জাতীয় সংস্থা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ক্রমে জটিল হচ্ছে ভারত-পাক সম্পর্ক। প্রথম থেকেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। বদলে ভারতীয় বিমানকে পাক-আকাশসীমায় নিষিদ্ধ করেছে পাকিস্তান। এবার নিজেদের আকাশসীমার সুরক্ষা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত পাক জাতীয় সংস্থার।
ভারত যে কোনও সময়ে হামলা চালাতে পারে, এই ভয়ে পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স স্কার্দু ও গিলগিট এবং পাক অধিকৃত ১০টি জায়গায় যাওয়া-আসার সমস্ত বিমান বাতিল করেছে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে পিআইএ করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি এবং ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি বিমান বাতিল করেছে। ইসলামাবাদ-গিলগিটের চারটি বিমান চলাচল আপাতত বন্ধ থাকবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনটাই। ভারত-পাক সম্পর্কের ক্রমঅবনতির মাঝে, পাকিস্তান আকাশসীমায় ব্যাপক নজরদারি চালাচ্ছে বলে খবর স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে।
পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের কাছ থেকে যোগ্য জবাবে আশঙ্কা করছে পাকিস্তান। এরই মাঝে সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ভোর ২টোয় একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, 'গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে ভারত।'
এক জরুরি সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আতাউল্লাহ জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যে ভারতীয় সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। ভারতের যে কোনও পদক্ষেপের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।"
